আন্দোলনকারীদের সঙ্গে সন্ত্রাসীদের কোন সংযোগ নেই। সন্ত্রাসীরা এরমধ্যে ঢুকে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ন্যায় বিচার করা হবে। সকল হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (১৭ জুলাই) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এমন মন্তব্য করেন।
তিনি বলেন, কিছু মহল আন্দোলনকে ইন্ধন দিচ্ছে খুবই বেদনাদায়ক ও দুঃখজনক। অহেতুক কতগুলো জীবন ঝরে গেলো। আপনজন হারানোর বেদনা আমার চেয়ে কেউ বেশি জানে না। আমি গভীর শোক জানাচ্ছি।