৩০০ কক্ষ ভাঙচুর, সংস্কারের পরই চালু হবে শিক্ষা কার্যক্রম: ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেছেন, আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমপক্ষে ৩০০ কক্ষ ভাঙচুর করা হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছ থেকে আর্থিক বরাদ্দ পাওয়া সাপেক্ষে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্নের মাধ্যমে হলসমূহ সংস্কার করে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষা কার্যক্রম চালু করা হবে।
 
শুক্রবার (২৬ জুলাই) হল দুটি পরিদর্শন করেন তিনি। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, অর্থপ্রাপ্তির বিষয়টি আমাদের হাতে নেই। এটা ইউজিসি থেকে আসবে। এরপর পিপিআর মেনে টেন্ডার হবে। সময়ের মধ্যে কাজ সম্পন্ন হওয়ার পর দেশের পরিস্থিতি স্থিতিশীল হলে হলগুলো খুলে দেওয়া হবে।

গত ১৬ জুলাই সংঘর্ষের শুরুর ব্যাপারে উপাচার্য বলেন, সেদিন ৩টার দিকে শিক্ষার্থীদের একটি মিছিল হলপাড়াখ্যাত বঙ্গবন্ধু হল, কবি জসীমউদ্দিন হলের দিকে আসে। দুপুরের সময় প্রভোস্টরাও হলে ছিল না, প্রক্টরিয়াল টিমের সদস্যদের জানা ছিল না। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে আমি প্রভোস্টদের টেলিফোন করেছি। প্রক্টরিয়াল টিমকেও বলি সেখানে যাওয়ার জন্য। ততক্ষণে সেখানে মারামারি শুরু হয়ে যায়। এরপর আমরা দেখলাম, সবার হাতে লাঠি। এ সময় প্রক্টরিয়াল টিম সেখানে পৌঁছাতে পারেনি। প্রভোস্টরা বিভিন্ন জায়গায় আটকা পড়ে গেছে।

ঢাবি উপাচার্য বলেন, সেখানে গিয়ে আমরা বস্তুত অর্থে মারামারি থামাব। কারণ, দু’পক্ষের হাতেই লাঠি এবং শিক্ষার্থীরা বেশিরভাগ অপরিচিত, প্রক্টরিয়াল টিমের সদস্যদেরও তারা চেনে না। মুহূর্তের মধ্যে বিষয়টা হয়ে গেল।

মাকসুদ কামাল বলেন, আমাদের প্রস্তুতির কোনো ঘাটতি ছিল না। আমাদের যদি জানা থাকত একটা মিছিল এদিকে আসবে। তখন আমাদের প্রস্তুতিটা থাকত। আকস্মিকভাবে ঘটনা ঘটে গেল। আর মুহূর্তের মধ্যে মারামারি শুরু হয়ে গেল। আমাদের যেহেতু আগে জানা ছিল না মিছিলটি এইদিকে আসবে। সেই ক্ষেত্রে এ ধরনের মবকে কন্ট্রোল করা এবং সবার হাতে লাঠি। প্রভোস্টরা রুমে যাওয়ার চেষ্টা করেছেন, প্রক্টরিয়াল টিম চেষ্টা করেছে।

উপাচার্য বলেন, আমি রুম থেকে বের হয়ে সেদিকে যাব দেখলাম সবার হাতে লাঠি। ততক্ষণে আমি সব প্রভোস্টের সঙ্গে কথা বলেছি। হাউজ টিউটরদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। প্রক্টরিয়াল টিমকে জনে জনে টেলিফোন করে জানতে চেয়েছি, পরিস্থিতি কী। তখন আমাদের মলচত্বর থেকে মবটা চলে গেছে সামনের দিকে। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের পক্ষ থেকে যতটুকু করণীয় ছিল, আমাদের করণীয়-দায়িত্বটুকু আমরা পালন করেছি।

পরিদর্শনকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া, সিন্ডিকেট সদস্য অধ্যাপক আবু হোসেন মুহম্মদ আহসান এবং সংশ্লিষ্ট হলের প্রাধ্যক্ষরা উপস্থিত ছিলেন।

Share this news on:

সর্বশেষ

img
পরীমনির হাতে নতুন আইফোন, উপহার সূত্রে মিলছে ‘সরি’ Sep 29, 2025
img
ভারতের আদালতের রায় মতপ্রকাশের স্বাধীনতায় হুমকি : এক্স Sep 29, 2025
"বড় পর্দায় কাজ করতে আমার ভালোলাগে" Sep 29, 2025
বুলবুলকে বাংলাদেশের ক্রিকেট নিয়ে গম্ভীরের স্পষ্ট পরামর্শ! Sep 29, 2025
img
অশুভ শক্তির বিদায় হলেও এখনো বিনাশ হয়নি : সালাহউদ্দিন আহমদ Sep 29, 2025
img
ইসলামী ব্যাংকের ২০০ কর্মী ছাঁটাই, ৪৯৭১ জন ওএসডি Sep 29, 2025
img
আদানি পরিবার সমবেদনা জানালো জুবিনের স্ত্রীকে Sep 29, 2025
img
যুদ্ধবিরতির ব্যাপারে খুবই আত্মবিশ্বাসী ট্রাম্প Sep 29, 2025
img
শেখ হাসিনার সব কল রেকর্ড উদ্ধার হওয়া জরুরি : মোস্তফা ফিরোজ Sep 29, 2025
img
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ইংলিশ অলরাউন্ডার Sep 29, 2025
img
দুর্নীতি রোধে এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগে বড় পরিবর্তন Sep 29, 2025
img
ভারতে বিদেশিদের প্রবেশে নতুন নিয়ম Sep 29, 2025
img
প্রশাসনে শিবির-জামায়াতপন্থিদের বসানো হচ্ছে: রিজভী Sep 29, 2025
img

ভরি ১ লাখ ৯৫ হাজার

পাগলা ঘোড়ার মতো ছুটছে সোনার দাম! Sep 29, 2025
তাইওয়ান দখলের প্রস্তুতিতে চীনের পাশে রাশিয়া! ফাঁস হলো গোপন নথি Sep 29, 2025
ওয়াসিম আকরামের বাংলাদেশ সফরের অপেক্ষা, বিসিবিতে কাজের ইঙ্গিত Sep 29, 2025
পূজামণ্ডপে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সাথে রসিকতা করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা Sep 29, 2025
img
অন্য ধর্মের প্রতি সম্মান দেখানো অত্যন্ত জরুরি: সারজিস Sep 29, 2025
img
হংকং ম্যাচ ডু অর ডাই : জামাল Sep 29, 2025
img
বিএনপি সব ধর্মকে সমান চোখে দেখে : এ্যানি Sep 29, 2025