সারাদেশে শনিবার (৩ আগস্ট) বিক্ষোভ মিছিল করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। পাশাপাশি রোববার (৪ আগস্ট) থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ঘোষণা দেন তারা। এদিকে বিক্ষোভ কর্মসূচি ঘিরে রাজধানীতে সর্তক অবস্থানে পুলিশ। এ দিন রাজধানীর প্রগতি সরণি, যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা গেট এলাকায় পুলিশ সদস্যদের সর্তক অবস্থান নিতে দেখা গেছে।
সেখানে দায়িত্বরত এক পুলিশ সদস্য বলেন, সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের সদস্যরা এখানে অবস্থান নিয়েছেন। আমাদের বেশ কয়টি টিম এখানে কাজ করছে। নিরাপত্তা নিশ্চিতের সার্বিক প্রস্তুতি নিয়ে আমরা এখানে অবস্থান নিয়েছি।
এদিকে টেলিগ্রামে দেয়া এক বার্তায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জানিয়েছে, ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা ও তাদের ওপর গুলি করার প্রতিবাদে সরকারের বিরুদ্ধে আগামী রোববার হতে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের এর ডাক দেয়া হলো।
অসহযোগ আন্দোলন সফল করার জন্য ছয়টি বিষয় তুলে ধরেছেন তারা। এই ছয়টি বিষয় হলো—১) কোনো ধরনের ট্যাক্স কিংবা খাজনা প্রদান করবেন না। ২) বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানির বিলসহ অন্যান্য সকল সরকারি ইউটিলিটি বিল প্রদানে বিরত থাকুন। ৩) সরকারি-বেসরকারি সকল ধরনের প্রতিষ্ঠান, অফিস-আদালত বন্ধ রাখুন। ৪) সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখুন। ৫) রেমিটেন্স পাঠানো থেকে বিরত থাকুন। ৬) সরকারি সকল ধরনের আয়োজন বর্জন করুন।
এছাড়া ভবনে-ভবনে, পাড়ায়-পাড়ায়, মহল্লায়-মহল্লায়, জেলায় জেলায় আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
গত জুন মাস থেকে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দিয়ে আসছে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারা দেশে সংঘর্ষ ও সহিংসতা ছড়িয়ে পড়লে ৯ দফা দাবি আদায়ে একের পর এক কর্মসূচি দিয়ে আসছেন এই ছাত্র নেতারা।
শুক্রবারও তারা সারাদেশে দোয়া ও গণমিছিল কর্মসূচি পালন করেছেন। এসব কর্মসূচি ঘিরে দেশের বিভিন্ন জায়গায় সংঘর্ষের খবর পাওয়া গেছে।