শহিদ মিনার থেকে সরকার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা

রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনার থেকে এক দফা দাবি জানিয়েছে বৈষম্যবিরেধী ছাত্র আন্দোলনকারীরা। শনিবার (৩ আগস্ট) বিকেলে কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেয়া সংগঠনটির সমন্বয়ক মো. নাহিদ ইসলাম শহিদ মিনারে এই ঘোষণা দেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হবে।

এ সময় আগামীকাল রোববার (৪ আগস্ট) থেকে সারা দেশে অসহযোগ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন নাহিদ ইসলাম। তিনি বলেন, গত ১৯ জুলাই আমরা কারফিউ ভঙ্গ করে শাটডাউন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছিলাম। সে বক্তব্য কোনো মিডিয়ায় প্রচার করতে দেয়া হয়নি। সে রাতে আমাকে তুলে নিয়ে গিয়ে নির্মম অত্যাচার করা হয় এ ঘোষণার জন্য এবং আন্দোলন প্রত্যাহার ও সরকারের সঙ্গে আলোচনায় বসার জন্য জবরদস্তি করা হয়।

ছাত্রজনতা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিল। সরকার দমন-পীড়ন করে সেটিকে সংঘাত ও সহিংসতার দিকে ঠেলে দিয়েছে। কারফিউ ও ইন্টারনেট বন্ধ করে শত শত মানুষকে হত্যা করা হয়েছে। এবার এরকম পরিস্থিতি হলে কারো জন্যই পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি দেন নাহিদ ইসলাম।

তিনি আরও বলেন, পরবর্তীতে ডিবি অফিস থেকেও আমাদের প্রধানমন্ত্রীর দপ্তরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছিল। আমাদের অনশন ও রাজপথে আন্দোলনের কারণে সে পরিকল্পনা সফল হয়নি। আমরা এখনো শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন অব্যাহত রাখতে চাই। আমরা কোনো সহিংসতা, প্রতিহিংসা ও প্রাণনাশ চাই না৷ নিরাপত্তা বাহিনীকেও এরজন্য সহযোগিতা করতে হবে। আওয়ামী সন্ত্রাসীদের রাজপথে দেখা গেলে আইন শৃঙ্খলা বাহিনীকে এর দায়ভার নিতে হবে। তবে রক্ত ঝরলে প্রতিরোধ গড়ে তোলা হবে। আমরা ন্যায়বিচার ও জীবনের নিরাপত্তা প্রতিষ্ঠা করতে চাই।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এ সমন্বয়ক বলেন, গণজোয়ার তৈরি হয়েছে। কোনো ধরনের দমন-পীড়ন, প্রোপাগাণ্ডা ও ষড়যন্ত্র করে এ আন্দোলন থামানো যাবে না।

তিনি বলেন, জরুরি অবস্থা বা কারফিউ ছাত্র-নাগরিক মেনে নিবে না। শান্তিপূর্ণ পরিস্থিতি চাইলে গুলি ও হামলা করার নির্দেশ বন্ধ করতে হবে। অসহযোগ আন্দোলনের নির্দেশনা অনুযায়ী চলতে হবে। খুনি সরকারের কাছে বিচার চাওয়া বা সংলাপে বসারও সুযোগ আর নেই। ক্ষমা চাওয়ার সময়ও পার হয়ে গেছে। যখন সময় ছিল তখন সরকার ব্লক রেইড দিয়ে শিক্ষার্থীদের গ্রেপ্তার করেছে, নির্যাতন করেছে। আখতার হোসেন, আরিফ সোহেলসহ রাজবন্দীদের কারাগারে রেখে আমরা কোনো ধরনের সমঝোতায় যাবো না।

নাহিদ নিরাপত্তা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, নিরাপত্তা বাহিনীর প্রতি আহ্বান থাকবে খুনি সরকারকে সমর্থন না দিয়ে ছাত্র-নাগরিকের পাশে থাকুন। সরকার জনগণের বিপক্ষে দাঁড়ালে সেই সরকারের হুকুম শুনতে আপনারা আর বাধ্য নন। ছাত্রদের সঙ্গে মিছিলে যোগ দিন। আমরা পুলিশ নয়, হুকুমের আসামিকে কাঠগড়ায় দাঁড়া করাতে চাই।

নিরাপত্তা বাহিনীকে মিছিলে যোগদানের আহ্বান জানিয়ে এ সমন্বয়ক সবাই শান্তিপূর্ণভাবে বিক্ষোভ ও আগামীকাল রোববার (৪ আগস্ট) থেকে অসহযোগ কর্মসূচি সফল করার আহ্বান জানান।

Share this news on:

সর্বশেষ

img
মহসিন নাকভির হাত থেকে ট্রফি নিল না ভারত Sep 29, 2025
img
আইসিসির সিদ্ধান্তের বিরুদ্ধে চ্যালেঞ্জ করবে পিসিবি Sep 29, 2025
img
৪৭তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ, নভেম্বরে লিখিত পরীক্ষা Sep 29, 2025
img
সাতক্ষীরায় জেলা আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তার Sep 29, 2025
img
লাইফ সাপোর্টে তোফায়েল আহমেদ, সামাজিক মাধ্যমে ছড়াল মৃত্যুর গুজব Sep 29, 2025
img
মানুষ ওয়ান ম্যান ওয়ান পদ্ধতিতে পছন্দের প্রার্থীকেই ভোট দিতে চায় : ড. মঈন খান Sep 29, 2025
img
৫ দফা দাবিতে ইসলামী আন্দোলনের সঙ্গে ১২ দলের বৈঠক Sep 29, 2025
img
ক্রীড়া উপদেষ্টা ও সাকিবের পাল্টাপাল্টি পোস্টে তোলপাড় Sep 29, 2025
img
পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে এশিয়া কাপের চ্যাম্পিয়ন ভারত Sep 29, 2025
img
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত পাঞ্জাবি গায়ক Sep 29, 2025
img
মধ্যরাতে সাকিবের রহস্যময় পোস্ট, কাকে ইঙ্গিত করলেন? Sep 29, 2025
img
একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি খেয়েছি : আসিফ মাহমুদ Sep 29, 2025
img
সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ লাইফ সাপোর্টে Sep 28, 2025
img
সবাই ঐক্যবদ্ধ হলে যেকোন অশুভ শক্তিও পরাজিত করা সম্ভব: প্রধান উপদেষ্টা Sep 28, 2025
img
শাস্ত্রীকে পাকিস্তানের না, চাইলো নিরপেক্ষ প্রেজেন্টার Sep 28, 2025
img
এনবিআর ভাগ নিয়ে সতর্ক করার পরদিন সংস্থাটির পরামর্শক কমিটি বিলুপ্ত Sep 28, 2025
আফগানদের সিরিজে সুযোগ পাচ্ছেন সৌম্য সরকার! Sep 28, 2025
img
প্রকাশিত হলো ৪৭তম বিসিএস প্রিলির ফলাফল Sep 28, 2025
img
৭ কলেজকে একত্রিত করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র খসড়া অধ্যাদেশ প্রকাশ Sep 28, 2025
img
আমলারা এখন পরবর্তী সরকারের অপেক্ষায়, যেকোনো সময় নেমে যেতে পারি: তথ্য উপদেষ্টা Sep 28, 2025