দীপু মনির ৪ ও জয়ের ৫ দিনের রিমান্ড

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নির্বিচার গুলিবর্ষণে রাজধানীর মোহাম্মদপুরে মুদি দোকানি আবু সায়েদ হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক মন্ত্রী ডা. দীপু মনির চার দিন এবং সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২০ আগস্ট) মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার পরিদর্শক তোফাজ্জল হোসেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিনের আদালত তাদের ৪ ও ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

জানা যায়, গত ১৩ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে এস এম আমীর হামজা নামে এক ব্যক্তি এ মামলার আবেদন করেন। আদালত অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করতে মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জকে (ওসি) নির্দেশ দেন।

মামলার অন্য আসামিরা হলেন, সাবেক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, অতিরিক্ত কমিশনার হারুন-অর-রশীদ ও যুগ্ম কমিশনার বিপ্লব কুমার।

মামলার অভিযোগে বলা হয়েছে, সম্প্রতি সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে হাজার হাজার ছাত্র-জনতা মিছিল-সমাবেশ করে। শান্তিপূর্ণ মিছিলে দেশের বিভিন্ন এলাকায় নির্বিচারে গুলি চালানো হয়। বহু ছাত্র-জনতা নিহত ও আহত হন। গত ১৯ জুলাই মোহাম্মদপুরে বসিলার ৪০ ফিট এলাকায় ছাত্র-জনতা শান্তিপূর্ণ মিছিল করছিল। সেখানে পুলিশ নির্বিচারে গুলি চালায়। রাস্তা পার হওয়ার সময় স্থানীয় মুদি দোকানি আবু সায়েদ সেখানে মাথায় গুলিবিদ্ধ হন। তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

মামলার আরজিতে বলা হয়, নিহত সায়েদকে তার গ্রামের বাড়িতে পঞ্চগড়ের বোদা উপজেলার নতুন বস্তি প্রধান হাটে নিয়ে দাফন করা হয়। তার মা, স্ত্রী, ছেলে সন্তান সেখানেই থাকেন। এ কারণে তারা ঢাকায় এসে মামলা করতে অপারগ। এ জন্য বিবেকের তাড়নায় আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এ মামলা করছি।

মামলার অভিযোগে বাদী আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলন কঠোর হস্তে দমন করার জন্য বারবার নির্দেশ দিয়েছেন।

ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান কামালের নির্দেশে পুলিশের আইজিপি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা পুলিশ সদস্যদের নির্দেশ দিয়ে মিছিলে গুলি চালায়। পরস্পর যোগসাজশে আসামিরা হত্যাকাণ্ড ঘটিয়েছে। কাজেই এর বিচার হওয়া প্রয়োজন।

উল্লেখ্য, গত ১৯ জুলাই বিকেল ৪টায় রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকার বছিলায় ৪০ ফিট চৌরাস্তায় কোটা আন্দোলনের সমর্থনে চলমান মিছিলে পুলিশের গুলিতে আবু সায়েদ মারা যান।

Share this news on:

সর্বশেষ

img
উগান্ডার হয়ে খেলবেন ভারতীয় ক্রিকেটার Sep 24, 2025
img
জাতিসংঘে সিনিয়র বিশ্বনেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক Sep 24, 2025
img
শেখ হাসিনার ফোনালাপের ৬৯ অডিও ক্লিপ ও ৩টি মোবাইল নম্বরের সিডিআর জব্দ Sep 24, 2025
img
জাতিসংঘে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক Sep 24, 2025
img
হোটেল-ফ্ল্যাট-ছাত্রাবাসে আওয়ামী লীগ কর্মী থাকলে তথ্য দিন: ডিএমপি Sep 24, 2025
img
বাগেরহাটে ফের নির্বাচন অফিস ঘেরাও Sep 24, 2025
img
দুর্গাপূজায় সার্বিক বিষয় নিবিড় পর্যবেক্ষণ করবে ৩ মন্ত্রণালয় Sep 24, 2025
img
ভারতের বিপক্ষে সুখবর নিয়ে মাঠে নামছেন মুস্তাফিজ-লিটন-সাইফরা Sep 24, 2025
img
পূজামণ্ডপের নিরাপত্তায় পুলিশের বিশেষ অ্যাপ চালু Sep 24, 2025
img
জনপ্রশাসন বিষয়ক কমিটি থেকে বাদ প্রধান উপদেষ্টার মুখ্য সচিব Sep 24, 2025
img
আওয়ামী লীগ কোনো শক্তি না, এটি অপশক্তি : রাশেদ খান Sep 24, 2025
img
চাকসু নির্বাচনে মনোনয়ন প্রত্যাহার ২০ প্রার্থীর Sep 24, 2025
img
ভারতের শক্তি-দুর্বলতা নিয়ে বাংলাদেশকে টিপ্স দিলেন মাঞ্জরেকার Sep 24, 2025
img
ঢাবির অ্যালামনাইরা কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের সঙ্গে থাকবে: শামসুজ্জামান দুদু Sep 24, 2025
img
ঘুষ কেলেঙ্কারিতে আদালতের কাঠগড়ায় দ. কোরিয়ার সাবেক ফার্স্ট লেডি Sep 24, 2025
img
প্রথমার্ধে সমতার পরেও হারল বাংলাদেশ Sep 24, 2025
img
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের বৈঠক Sep 24, 2025
img
ট্রাম্পের পা রাখতেই থেমে গেল জাতিসংঘের সদর দপ্তরের চলন্ত সিঁড়ি Sep 24, 2025
img
সাবেক এমপি তোফায়েল আহমেদের ভাতিজা স্বপনকে গ্রেপ্তার Sep 24, 2025
img
ভারত ম্যাচে মুস্তাফিজসহ মূল ক্রিকেটারদের বিশ্রামে রাখা উচিত : শোয়েব আখতার Sep 24, 2025