বাঁধ খুলে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ভারত: উপদেষ্টা নাহিদ

ভারত থেকে আসা পাহাড়ি ঢল ও ভারি বর্ষণে সৃষ্ট ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজারসহ দেশের বেশ কিছু জেলা। এই আকস্মিক বন্যার জন্য ভারতকে দায়ী করে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, কোনো ধরনের আলোচনা ছাড়াই বাঁধ খুলে দিয়ে ভারত বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

বৃহস্পতিবার সকালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি এ অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, ‘প্রতিবেশী রাষ্ট্র (ভারত) কোনো ধরনের আলোচনা ছাড়াই বাঁধ খুলে দিয়েছে। তারা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানাই। বাংলাদেশের বিপক্ষে যদি কোনো রাষ্ট্র দাঁড়ায় তাহলে আমাদের ছাত্র-জনতা তা রুখে দেব।’

জাতীয় সংকটের এই সময় দায়িত্ব পালনে কারো অবহেলা তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়ে অনতিবিলম্বে সরকারি-বেসরকারি সব বোট দেশের বন্যাদুর্গত এলাকায় নিয়োজিত করার আহ্বান জানিয়েছেন তিনি।

বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের উদ্দেশে নাহিদ বলেন, বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে আহ্বান করে বলুন প্রধান উপদেষ্টা থেকে নির্দেশ আছে। এক ঘণ্টার মধ্যে কন্ট্রোল রুম চালু করুন।

তিনি বলেন, কোনো প্রতিষ্ঠানকে যেন আর শিক্ষার্থীদের ঘেরাও করা না লাগে। জাতির ক্রান্তিলগ্নে নিজ নিজ অবস্থান থেকে কাজ শুরু করুন। সব বাহিনী উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করুন। আপনাদেরকে যেন আর নির্দেশনা দেওয়া না লাগে।

শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান, রাজনৈতিক ও সব শ্রেণির মানুষকে জাতীয় প্রয়োজনে এগিয়ে আসার আহ্বান জানান নাহিদ।

এর আগে দুর্গত এলাকাগুলোতে প্রয়োজনীয় সহযোগিতা না করার অভিযোগে পাঁচ দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভোর ৪টায় মতিঝিলে বিআইডব্লিউটিএ কার্যালয়ের সামনে অবস্থান করেন। এক ঘণ্টা অবস্থানের পর শিক্ষার্থীদের তোপের মুখে চেয়ারম্যান একজন প্রতিনিধি পাঠান। এ সময় তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এসে নৌ-পরিবহণ কন্ট্রোল অফিসের কার্যক্রম বন্ধ পেয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন এবং জবাবদিহি নিশ্চিতের কথা জানান। পরে শিক্ষার্থীরা সাড়ে ৬টার দিকে অবস্থান ছেড়ে দেন।

শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিফাত আহমেদ। দাবিগুলো হল—

১. সরকারি-বেসরকারি যত স্পিড বোট আছে এই মুহূর্তে বন্যা কবলিত স্থানে পাঠাতে হবে।

২. ছোট ছোট লঞ্চ বিভিন্ন পোর্টে যেগুলো আছে খুব দ্রুতই বন্যাকবলিত এলাকায় পাঠাতে হবে।

৩. বন্যায় উদ্ধার কাজে নিয়োজিত সব যানবাহনকে কর্তৃপক্ষ থেকে জরুরিভাবে জ্বালানি সরবরাহ করতে হবে।

৪. সব বেসরকারি ট্রলার ও স্পিড বোটকে এই ক্রান্তিলগ্নে ফ্রি করে দিতে হবে।

৫. যতদিন এই দূর্যোগ অবস্থা বিরাজমান থাকবে ততদিন ২৪ ঘণ্টাই কন্ট্রোল রুম থেকে নিয়ন্ত্রণ করতে হবে এবং প্রতিটি এলাকায় প্রতিনিধি পাঠাতে হবে।

উল্লেখ্য, কোনো ধরনের সতর্কবার্তা ছাড়াই ভারতের ত্রিপুরা রাজ্যের ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দেয়া হয়েছে। উজানের পানি ত্রিপুরার বিভিন্ন জনপদ ভাসিয়ে হু হু করে ঢুকছে বাংলাদেশে। ভারী বর্ষণের সঙ্গে উজান থেকে বানের পানি ঢুকতে থাকায় ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও মৌলভীবাজারসহ ৬ জেলায় প্রায় ১ লাখ ৯০ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছেন কমপক্ষে ১৮ লাখ মানুষ।

Share this news on:

সর্বশেষ

img
আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশ নেবেন বাংলাদেশের প্রতিনিধি Sep 24, 2025
img
বিশ্ব ভেঙে পড়ছে : ম্যাক্রোঁ Sep 24, 2025
img
জাতিসংঘ সদর দপ্তরে শীর্ষ বিশ্বনেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক Sep 24, 2025
img
তারেক রহমানের নির্দেশে পূজামণ্ডপ পাহারার দায়িত্ব পালন করবে বিএনপি Sep 24, 2025
img
এবার পাল্টা ডিম নিক্ষেপ আ.লীগ নেতা জাহিদের বাড়িতে Sep 24, 2025
img
ভারত চায় না বাংলাদেশে সংস্কার ও বিচার হোক : চরমোনাই পীর Sep 24, 2025
img
সাবেক ছাত্রলীগ সভাপতি ও আমতলীর মহিলা লীগ নেত্রী ঢাকায় গ্রেপ্তার Sep 24, 2025
img
গালিটা শুধু ডা. তাসনিম জারাকে দেয়নি : সারজিস আলম Sep 24, 2025
img
নারায়ণগঞ্জে যুবলীগ ক্যাডার আপেল গ্রেপ্তার Sep 24, 2025
img
লিভারপুলকে থামানো অসম্ভব মনে হচ্ছে চেলসি কোচের Sep 24, 2025
img

লা লিগা

এমবাপের জোড়া গোলে লেভান্তেকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ Sep 24, 2025
img
ঢাকা, নারায়ণগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন Sep 24, 2025
img
ইসরায়েলকে ফুটবল থেকে নিষিদ্ধের আহ্বান জাতিসংঘ বিশেষজ্ঞদের Sep 24, 2025
img
পাচার হওয়া অর্থ ফেরত আনতে বিশ্ব ব্যাংকের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা Sep 24, 2025
img
পটুয়াখালীর সাবেক মেয়র ম‌হিউ‌দ্দিন গ্রেপ্তার Sep 24, 2025
ইতিহাসের অন্যতম বড় বিনিয়োগ পেল ওপেনএআই! | Sep 24, 2025
ইউএনডিপির মাধ্যমে ৪০০০০ বডি ক্যামেরা কেনার সিদ্ধান্ত সরকারের Sep 24, 2025
রাকসুর পর এবার পেছাল চাকসু নির্বাচনও Sep 24, 2025
শেষ ১৮ মিনিটে জুবিনের কার্যকলাপ ভাইরাল! Sep 24, 2025
img
জলবায়ু পরিবর্তন একটি ধাপ্পাবাজি, জাতিসংঘে বললেন ডোনাল্ড ট্রাম্প Sep 24, 2025