কক্সবাজারে টানা বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত, লক্ষাধিক মানুষ পানিবন্দি

কক্সবাজারের পেকুয়া-চকরিয়ায় টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে অন্তত ২০ ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দি রয়েছে।
 
বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল থেকে পাহাড়ি ঢল ও বৃষ্টির কারণে এসব এলাকা প্লাবিত হয়। এ সময় পেকুয়া ও চকরিয়ার ওপর দিয়ে প্রবাহিত মাতামুহুরী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এছাড়া চকরিয়ার হারবাং গাইনাকাটা এলাকায় ভারী বর্ষণের ফলে ২০ থেকে ২৫টি কাঁচা ঘর ধ্বসে পড়ে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এদিকে এলাকার লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে পেকুয়া ও চকরিয়া উপজেলা প্রশাসন থেকে স্থানীয় ইউপি চেয়ারম্যানদের নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া পাহাড়ের ঢালুতে অবস্থান করা মানুষকে সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

সরেজমিন দেখা যায়, চকরিয়ার লক্ষ্যারচর ইউনিয়নের নলবিলা এলাকায় বন্যার পানিতে শতাধিক ঘরবাড়ি তলিয়ে গেছে। এতে বয়স্ক, শিশু ও নারীরা বিপাকে পড়েছেন। কাছে সাইক্লোন শেল্টার ও স্থানীয় লোকজনের বিল্ডিংয়ে অনেককে আশ্রয় নিতে দেখা গেছে। তবে শুকনো খাবার ও নিরাপদ পানি নিয়ে তাদের দুশ্চিন্তা রয়েছে।

বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালেকুজ্জামান বলেন, পহরচাঁদা এলাকায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ওই এলাকায় নিজ তহবিল থেকে সাধ্যমত শুকনো খাবার সরবরাহ করা হচ্ছে।

কৈয়ারবিল ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল হোসেন বলেন, আমার ইউনিয়ন মাতামুহুরী নদী বেষ্টিত হওয়ায় অধিকাংশ ঘরবাড়িতে পানি উঠেছে। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সবাইকে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলা হয়েছে।

এছাড়া উপকূলীয় এলাকার ৫ ইউনিয়ন, বদরখালী, কোনাখালী, পশ্চিম বড় ভেওলা ও ঢেমুশিয়া এলাকায় পানি নিষ্কাশনে জলমহালের স্লুইসগেট খুলে দেয়া হয়েছে। এসব এলাকার মৎস্যঘের, ধানখেত ও সবজিখেত পানির নিচে তলিয়ে গেছে।

অপরদিকে পেকুয়া উপজেলার টৈটং মগনামা, উজানটিয়া ও রাজাখালী, শিলখালী ও পেকুয়া সদর ইউনিয়নের মেহেরনামা এলাকায় অধিকাংশ এলাকা পানিতে তলিয়ে যায়। পানিবন্দি হয়ে পড়েছে অসংখ্য পরিবার।

পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের চেয়ারম্যান কামাল হোসেন জানান, তার ইউনিয়নের জারালবুনিয়া এলাকায় পাহাড়ি ঢলে অনেক বাড়িঘর, ফসলী জমি এবং জারালবুনিয়া মানুষের যাতায়াতের একমাত্র সড়ক ভেঙ্গে প্রায় ১০ হাজার মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফখরুল ইসলাম ও পেকুয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের জানিয়েছেন বন্যার্তদের মাঝে শুকনো খাবার বিতরণের জন্য একটি চাহিদাপত্র জেলা প্রশাসক বরাবর পাঠানো হয়েছে। এসব পণ্য হাতে এলে দুর্গত এলাকায় বিতরণ করা হবে।

এদিকে রামু ও ঈদগাঁও উপজেলায় টানা বৃষ্টি ও পাহাড় থেকে নেমে আসা ঢলের পানিতে প্লাবিত হয়েছে বিভিন্ন এলাকা। এতে চরম দুর্ভোগে পড়েছে মানুষ। আবহাওয়া অফিস কক্সবাজার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় কক্সবাজারে ২৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

অতিবৃষ্টির কারণে পাহাড় ধসের শঙ্কায় পাহাড়ের চূড়া ও পাদদেশে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার অনুরোধ করেছেন জেলা প্রশাসক শাহীন ইমরান।

Share this news on:

সর্বশেষ

img
পটুয়াখালীর সাবেক মেয়র ম‌হিউ‌দ্দিন গ্রেপ্তার Sep 24, 2025
ইতিহাসের অন্যতম বড় বিনিয়োগ পেল ওপেনএআই! | Sep 24, 2025
ইউএনডিপির মাধ্যমে ৪০০০০ বডি ক্যামেরা কেনার সিদ্ধান্ত সরকারের Sep 24, 2025
রাকসুর পর এবার পেছাল চাকসু নির্বাচনও Sep 24, 2025
শেষ ১৮ মিনিটে জুবিনের কার্যকলাপ ভাইরাল! Sep 24, 2025
img
জলবায়ু পরিবর্তন একটি ধাপ্পাবাজি, জাতিসংঘে বললেন ডোনাল্ড ট্রাম্প Sep 24, 2025
নিউইয়র্ক মাতাবে পূজার উৎসবে জায়েদ ও ঋতুপর্ণার জুটি Sep 24, 2025
img
যুক্তরাষ্ট্রের সদস্যপদ স্থগিত করল আইসিসি Sep 24, 2025
‘বিদায় ভারত’, বিদেশে বাজিমাত করতে প্রস্তুত অশ্বিন! Sep 24, 2025
সুপার ফোরে টানা ম্যাচ, বাংলাদেশকে কি পরিকল্পিত চাপ দিচ্ছে এসিসি? Sep 24, 2025
img
জাতিসংঘ অনেক শক্তিশালী বিবৃতি দেয়, কিন্তু বিবৃতি অনুযায়ী কাজ করে না : ট্রাম্প Sep 24, 2025
img
দুবাইয়ে নকল হেভিওয়েট বিয়েতে মঞ্চ মাতাবেন সামি, জ্যাকুলিন ও তামান্না Sep 24, 2025
img
ট্রেন ও মেট্রোরেলে হাফ ভাড়ার দাবি জানিয়ে হাইকোর্টে রিট Sep 24, 2025
img
মুস্তাফিজ একজন চ্যাম্পিয়ন ক্রিকেটার, বললেন ভারতের সহকারী কোচ Sep 24, 2025
img
ডোনাল্ড ট্রাম্পকে নোবেল পুরস্কার পাওয়ার কৌশল বাতলে দিলেন ম্যাক্রোঁ Sep 24, 2025
img
ডিম নিক্ষেপ নিয়ে মুখ খুললেন এবি পার্টির চেয়ারম্যান Sep 24, 2025
img
নারায়ণগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ২ Sep 24, 2025
img
এলডিসি থেকে উত্তরণে ডব্লিউটিওর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা Sep 24, 2025
img
আহত ফায়ার ফাইটারদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় এসে পৌঁছেছেন সিঙ্গাপুরের চিকিৎসক Sep 24, 2025
img
চট্টগ্রা‌মে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ Sep 24, 2025