জাতিসংঘের তীব্র সমালোচনা করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, জাতিসংঘ অনেক শক্তিশালী বিবৃতি দেয়। কিন্তু বিবৃতি অনুযায়ী কাজ করে না। বিশ্বব্যাপী যুদ্ধ বন্ধে জাতিসংঘের অবদান রাখার কথা থাকলেও তাকে যুদ্ধ বন্ধ করতে হচ্ছে বলে দাবি করেন তিনি।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) অধিবেশন শুরুর দিন জাতিসংঘের ৮০তম অধিবেশনে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হয়ে বিশ্বব্যাপী সাতটি যুদ্ধ বন্ধ করেছেন দাবি করে ট্রাম্প বলেন, তার নোবেল পুরস্কার পাওয়া উচিত। নোবেলের চেয়ে তার জন্য সবচেয়ে বড় পুরস্কার হলো যুদ্ধ বন্ধ করা। যেটির মাধ্যমে লাখ লাখ মানুষের জীবন রক্ষা করেছেন তিনি।
ট্রাম্প বলেন, কিন্তু এতসব করেও জাতিসংঘ থেকে ‘খারাপ চলন্ত সিঁড়ি আর টেলিপ্রম্পটার পেয়েছি। এটি খুবই খারাপ যে জাতিসংঘের বদলে এগুলো আমাকে করতে হচ্ছে। দুঃখজনক যে জাতিসংঘ কিছু ক্ষেত্রে যুদ্ধ বন্ধে কোনো সাহায্যও করেনি।
তিনি আরও বলেন, জাতিসংঘের উদ্দেশ্যটা কি? বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখতে তাদের অপার সম্ভাবনা আছে। কিন্তু তারা তাদের সেই সম্ভাবনা ধারেকাছেও যেতে পারছে না। তারা বেশিরভাগ সময়ই খুব কড়া ভাষায় বিবৃতি দেয়। কিন্তু ওই বিবৃতি অনুযায়ী কাজ করে না।
এমআর