ভ্যানে লাশের স্তূপের ঘটনা আশুলিয়ার, ঘটনাস্থলে ছিলেন ডিবির আরাফাত

ভ্যানের ওপর তোলা হচ্ছে নিথর মরদেহ। একটির ওপর আরেকটি রক্তাক্ত লাশের স্তূপ সাজাচ্ছেন মাথায় হেলমেট ও ভেস্ট পরিহিত কয়েকজন পুলিশ সদস্য। একপর্যায়ে মরদেহগুলো ঢেকে দেওয়া হয় ময়লা চাদর ও রাস্তার পাশের ব্যানারে। চাদর ও ব্যানারের আড়াল থেকে তখনও দেখা যাচ্ছে নিথর হাত-পা।

এমন বীভৎস ও লোমহর্ষক একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে এখন আলোচনায়। অনুসন্ধানে জানা যায়, ঘটনাটি ঘটেছে সাভারের আশুলিয়ায়। আর ভিডিওতে দেখা হেলমেট পরিহিত ওই ব্যক্তি হলেন ঢাকা উত্তরের গোয়েন্দা পুলিশের তদন্ত কর্মকর্তা আরাফাত হোসেন।

স্থানীয়রা বলেন, ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতা আশুলিয়া থানার সামনে জড়ো হয়। পরে পুলিশ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। ফলে আন্দোলনে অংশ নেওয়া অনেকেই গুলিবিদ্ধ হন। পরে পুলিশ নিহতদের একটি ভ্যানে করে অন্য স্থানে নিয়ে যায়। এমনকি পুলিশের একটি গাড়িতেও কয়েকজনকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে।

নাম প্রকাশ না করা শর্তে এক শিক্ষার্থী বলেন, ৫ আগস্ট পুলিশ এলোপাতাড়ি গুলি চালিয়েছে। থানার আশপাশে অনেকে গুলিবিদ্ধ হয়ে পড়ে ছিল। একটি পুলিশের গাড়িসহ কয়েকজন গুলিবিদ্ধকে পুড়িয়ে মারা হয়েছিল।

আশুলিয়া থানার সামনের দোকানি ফাহিমা বলেন, আমরা ভিডিওটি দেখেছি। ভিডিওটি আমাদের আশুলিয়া থানার সামনে থেকেই করা। আমরা সেদিন ভয়ে দোকান বন্ধ রেখেছিলাম। আশুলিয়া থানার পাশেই কিছু বালু ভর্তি ব্যাগ ছিল, যা ভিডিওতে দেখা গেছে।

আরেক দোকানদার মনোয়ার বলেন, গত ৫ তারিখে আমার দোকান বন্ধ ছিল। পরদিন ৬ তারিখে সকালে আশুলিয়া থানার সামনে এসে দেখি পুলিশ ভ্যানে কয়েকটা পোড়ানো লাশ। তবে লাশের সংখ্যা নির্দিষ্ট করতে পারিনি। আর ভ্যানে লাশের স্তূপের ভিডিওটা আশুলিয়ার থানার সামনের।

ভিডিওতে মাথায় হেলমেট পরিহিত পুলিশ সদস্য ঢাকা উত্তরের গোয়েন্দা পুলিশের তদন্ত আরাফাত হোসেন বলে শনাক্ত করেছেন স্থানীয়রা। এ বিষয়ে আরাফাত হোসেনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।

ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের ইনচার্জ রিয়াজ উদ্দিন বিপ্লব বলেন, ভিডিওটি অস্পষ্ট। তবে আরাফাত হোসেন আমাদের ঢাকা উত্তরের গোয়েন্দা পুলিশের তদন্ত হিসেবে কর্মরত রয়েছে। ভিডিওর ওই পুলিশ সদস্য আরাফাত কিনা আমি নিশ্চিত নই। তবে সকাল থেকে অনেকই আমাকে ফোন দিয়ে আরাফাতের বিষয়ে জানাতে চাচ্ছে।

আরাফাত ৫ আগস্ট কোথায় ডিউটি করেছেন জানতে চাইলে তিনি বলেন, আমরা গোয়ন্দা পুলিশরা সাভার থানায় ডিউটি করেছি।কিন্তু আরাফাত সেদিন কোথায় ডিউটি করেছে, তা আমি নিশ্চিত নই।

Share this news on:

সর্বশেষ

img
দ্বীন বিজয়ে নারী সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : সেলিম উদ্দিন Sep 22, 2025
img
পাকিস্তান ম্যাচের আগে বাংলাদেশ নিয়ে মন্তব্য করলেন আসালঙ্কা Sep 22, 2025
img
'মহাভারত' হতে পারে আমিরের শেষ চলচ্চিত্র! Sep 22, 2025
img
ভারতের বিপক্ষে ভেঙে পড়বে না বাংলাদেশ: রোহান গাভাস্কার Sep 22, 2025
‘আমি অভিভূত’ মোদির বার্তায় আবেগ ছুঁয়ে গেল মোহনলালকে Sep 22, 2025
বড় পর্দায় সিয়াম ও সাবিলা নূরের নতুন জুটি! Sep 22, 2025
img
কৃতি শেঠিকে নিয়ে টলিউডে ফেরার প্রত্যাশা ভক্তদের Sep 22, 2025
তামিম-আসিফের অভিযোগে পাল্টা অভিযোগ উত্তাল বিসিবি নির্বাচন Sep 22, 2025
বিএনপি ৫০–১০০ এর বেশি পাবে না, এনসিপি পাবে ১৫০: নাসির উদ্দিন পাটোয়ারী Sep 22, 2025
রাকসু নির্বাচন পেছানোয় যে প্রতিক্রিয়া জানালেন রাবি ছাত্রদল সভাপতি Sep 22, 2025
img
ঝিনাইদহ সীমান্তে ৬ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর Sep 22, 2025
img
চমক দিয়ে শেষ মুর্হূতে মনোনয়ন কিনলেন ফারুক আহমেদ Sep 22, 2025
img
মুক্তি পেল ‘কান্তারা : এ লেজেন্ড - অধ্যায় ১’-এর ট্রেলার Sep 22, 2025
img
অনন্ত জলিল ও বর্ষার বিরুদ্ধে মামলা Sep 22, 2025
img
পরগাছার ওপর দাঁড়িয়ে শিকড়হীন রাজনীতি করছে জামায়াত : রনি Sep 22, 2025
img

স্বীকৃতি দেওয়ার পরদিন

লন্ডনে দূতাবাসে উড়ল ফিলিস্তিনের পতাকা Sep 22, 2025
img
দেশের বাজারে স্বর্ণের দাম ছাড়াল ১ লাখ ৯০ হাজার Sep 22, 2025
img
এ্যানিকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে : ইসলামী আন্দোলন Sep 22, 2025
img
এআই বিকৃত ছবির বিরুদ্ধে ক্ষোভ ঝাড়লেন জাহ্নবী কাপুর Sep 22, 2025
img
টলিউডে ফিরছেন সামান্থা রুথ প্রভু Sep 22, 2025