১০ হাজারের বেশি ভিসা আবেদনকারীর সাক্ষাতের সময় পুনর্নির্ধারণ

কোটা সংস্কার আন্দোলন চলাকালে দেশের পরিস্থিতি ক্রমেই অস্থিতিশীল হয়ে উঠলে ঢাকার বিদেশী দূতাবাসগুলোর নিয়মিত কনসুলার কার্যক্রমেও ব্যাঘাত ঘটে। ঢাকার মার্কিন দূতাবাসেও এর ব্যতিক্রম ঘটেনি। দূতাবাসের তথ্য অনুযায়ী, আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে তাদের কয়েক হাজার শিক্ষার্থীসহ ১০ হাজারেরও বেশি ভিসা আবেদনকারীর সাক্ষাতের সময়সূচি পুনর্নির্ধারণ করতে হয়েছে।

জানা গেছে, কোটা সংস্কার আন্দোলন ও কারফিউ এবং শেখ হাসিনা সরকারের পতন-পরবর্তী পরিস্থিতির কারণে গত ১৬ জুলাই থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত কোনো ভিসা আবেদনকারীর সাক্ষাৎকার নেয়নি মার্কিন দূতাবাস। এ সময়ের মধ্যে যাদের সাক্ষাৎকারের জন্য সময় নির্দিষ্ট করা ছিল, তাদের সাক্ষাতের সময়সূচি বাতিল করে পরবর্তী তারিখ জানিয়ে দূতাবাসের পক্ষ থেকে মেইল করা হয়। আর নতুন আবেদনকারীরা এ সময় চেষ্টা করেও ভিসা সাক্ষাৎকারের সময় নিতে পারেননি।

এ বিষয়ে গত ১৩ আগস্ট বিকালে ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে একটি পোস্ট দেয়া হয়। সেখানে বলা হয়, ‘পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মার্কিন দূতাবাসের নিয়মিত কনসুলার পরিষেবা বন্ধ থাকছে। আপনার যদি আসন্ন ভিসা অ্যাপয়েন্টমেন্ট থাকে, তাহলে অনুগ্রহ করে কনসুলার বিভাগের পরিষেবাগুলো পুনরায় চালুর বিষয়ে আরো নির্দেশনার জন্য অপেক্ষা করুন।’

আন্দোলন চলাকালে সৃষ্ট পরিস্থিতিতে ভিসার আবেদন ও সাক্ষাৎ-সংক্রান্ত বিষয়ে জানতে গত ২৮ জুলাই বণিক বার্তার পক্ষ থেকে ঢাকার মার্কিন দূতাবাসে একটি ই-মেইল পাঠানো হয়েছিল। দূতাবাস থেকে ওই ই-মেইলের জবাব দেয়া হয় ৪ সেপ্টেম্বর। এতে বলা হয়, ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের মার্কিন কর্মীদের প্রস্থানের নির্দেশনা শেষ হওয়ার পর নিয়মিত কনসুলার পরিষেবা শাখা ২ সেপ্টেম্বর থেকে পুনরায় চালু হয়েছে। যদিও সব কর্মী ফেরত না আসা পর্যন্ত পরিষেবার পরিসর সীমিত রয়েছে বলে জানিয়েছে দূতাবাস। কনসুলার বিভাগ শিক্ষার্থীসহ জরুরি ভ্রমণের প্রয়োজনে ভিসা পরিষেবা প্রদান করছে।’

ভিসা আবেদনের পরিপ্রেক্ষিতে কতজন শিক্ষার্থীর সাক্ষাৎ সময়সূচি পুনর্নির্ধারণ করতে হয়েছে এবং কতজন শিক্ষার্থী আবেদনের পর সাক্ষাতের সময় পায়নি—বণিক বার্তার এ প্রশ্নের জবাবে দূতাবাস বলেছে, বাংলাদেশের অস্বাভাবিক পরিস্থিতি এবং পরে মার্কিন দূতাবাসের কর্মীদের ঢাকা ত্যাগের নির্দেশ দেয়ার কারণে কনসুলার শাখাকে ১০ হাজারেরও বেশি সাক্ষাৎ সময়সূচি পুনর্নির্ধারণ করতে হয়েছে। ৮ জুলাই থেকে কয়েক হাজার শিক্ষার্থী তাদের সাক্ষাৎ সময়সূচি পুনরায় নির্ধারণ করতে এবং যুক্তরাষ্ট্রে ভ্রমণের ভিসা পেতে সক্ষম হয়েছে।’

উচ্চশিক্ষার জন্য প্রতি বছর বিপুলসংখ্যক শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। গত বছরও দেশটিতে ১৩ হাজার ৫৬৩ শিক্ষার্থী পড়াশোনার জন্য গেছেন। বাংলাদেশ থেকে উচ্চ শিক্ষা নিতে যুক্তরাষ্ট্রে যাওয়া শিক্ষার্থীদের নিয়ে ১০ জুলাই এক ‘মিডিয়া নোটে’ মার্কিন দূতাবাস জানিয়েছিল, ২০২২ সালের তুলনায় গত বছর বাংলাদেশী শিক্ষার্থী পড়তে যাওয়ার হার বেড়েছে ২৮ শতাংশ। শুধু তা-ই নয়, বাংলাদেশ থেকে গত বছর যে পরিমাণ শিক্ষার্থী গেছেন, তা এখন পর্যন্ত রেকর্ড সর্বোচ্চ। যুক্তরাষ্ট্রে বিদেশী শিক্ষার্থী যাওয়ার তালিকায় বাংলাদেশের অবস্থান ১৩তম।

ঢাকায় মার্কিন দূতাবাস সূত্রে জানা গেছে, গত এক দশকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশী শিক্ষার্থীর সংখ্যা ৩০০ শতাংশের বেশি বেড়েছে। ২০১১-১২ অর্থবছরে দেশটিতে বাংলাদেশী শিক্ষার্থী গিয়েছিল ৩ হাজার ৩১৪ জন। ২০২২-২৩ অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৫৬৩ জনে। বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে উচ্চ শিক্ষার জন্য ২০২০-২১ অর্থবছরে ৮ হাজার ৫৯৮ শিক্ষার্থী প্রবেশ করেন। ২০২১-২২ অর্থবছরে গেছেন ১০ হাজার ৫৯৭ শিক্ষার্থী।

Share this news on:

সর্বশেষ

img
ইরান শান্তি চায়, কিন্তু চাপে নতি স্বীকার করবে না : পেজেশকিয়ান Nov 08, 2025
img
শ্বেতাঙ্গ কৃষকদের 'নির্যাতনের' অভিযোগে জি-২০ সম্মেলন বর্জন ট্রাম্পের Nov 08, 2025
img
ভিএপিটি অডিট করে নিরাপত্তার নিশ্চয়তা দিতে নির্দেশ ইসির Nov 08, 2025
img
মালিতে ৫ ভারতীয় অপহরণের শিকার Nov 08, 2025
img
২ দিনের সফরে পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি Nov 08, 2025
img
বেলুচিস্তানে ৫ মাত্রার ভূমিকম্প Nov 08, 2025
img
ভিকি-ক্যাটরিনার সন্তানকে ঘিরে বড় ভবিষ্যদ্বাণী জ্যোতিষীর Nov 08, 2025
img
দুই দিনের সফরে আজ পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি Nov 08, 2025
img
সরকারি ক্যালেন্ডারে যুক্ত হচ্ছে নতুন ছুটি Nov 08, 2025
img
নোবেল বিজয়ী বিজ্ঞানী জেমস ওয়াটসন আর নেই Nov 08, 2025
img
মঞ্জুরুল ও জ্যোতি প্রসঙ্গে মুখ খুললেন আরেক নারী ক্রিকেটার Nov 08, 2025
img
বিশ্বকাপে খেলার ইঙ্গিত দিলেন লিওনেল মেসি! Nov 08, 2025
img
ভারতে বিতর্কের মুখে রবীন্দ্রনাথের লেখা জাতীয় সংগীত Nov 08, 2025
img
রাজশাহীতে ট্রাকচাপায় প্রাণ গেল ৩ জনের Nov 08, 2025
img

হংকং সিক্সেস

ভারতকে হারানো কুয়েত এবার পাকিস্তানকে নিয়ে কোয়ার্টার ফাইনালে Nov 08, 2025
img
আজ থেকে আন্দোলনে নামছেন প্রাথমিকের শিক্ষকরা Nov 08, 2025
img
সিরাজগঞ্জে ট্রাকচাপায় কৃষকদলের দুই নেতার মৃত্যু Nov 08, 2025
img
পায়রা বন্দর ও কুয়াকাটার পরিকল্পিত উন্নয়ন করবে বিএনপি : মোশাররফ Nov 08, 2025
img
যুক্তরাষ্ট্রে একদিনে ৫ হাজারের বেশি ফ্লাইট বিপর্যয় Nov 08, 2025
img
পর্যটক নেই সেন্টমার্টিনে, ব্যবসা-বাণিজ্যে ধস Nov 08, 2025