জামিন পেলেন মাহমুদুর রহমান

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান জামিন পেয়েছেন।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে তিনি এ জামিন পান।

এর আগে, গত রোববার (২৯ সেপ্টেম্বর) এ মামলায় আত্মসমর্পণ করতে আদালতে আসেন মাহমুদুর রহমান। এ সময় তার পক্ষে আপিলের শর্তে জামিন আবেদন করেন আইনজীবীরা। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হকের আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। একইসঙ্গে তাকে কারাগারে ডিভিশন দেওয়ার আদেশ দেওয়া হয়।

জানা গেছে, সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যাচেষ্টার মামলায় গত বছরের ১৭ আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ও সাংবাদিক শফিক রেহমানসহ ৫ জনের পৃথক দুই ধারায় সাত বছরের সশ্রম কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত অপর তিন আসামি হলেন- জাসাস নেতা মোহাম্মদ উল্লাহ, রিজভী আহমেদ সিজার ও মিজানুর রহমান ভুইয়া।

আসামিদের দণ্ডবিধির ৩৬৫ ধারায় (অপহরণ) পাঁচ বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেন আদালত। জরিমানার টাকা অনাদায়ে তাদের আরও একমাসের কারাভোগ করতে হবে। এ ছাড়া একই আইনে ১২০-খ ধারায় (অপরাধমূলক ষড়যন্ত্র) দুই বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেন আদালত। দুই ধারার সাজা একসঙ্গে চলবে বলে বিচারক রায়ে উল্লেখ করেন।

এই মামলায় ২০২২ সালের ১৩ নভেম্বর সজীব ওয়াজেদ জয় আদালতে সাক্ষ্য দেন। তার আগে, ২০১৫ সালের ৩ আগস্ট গোয়েন্দা পুলিশের পরিদর্শক ফজলুর রহমান পল্টন থানায় এ মামলা করেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০১১ সালের সেপ্টেম্বরের আগে যে কোনো সময় থেকে এ পর্যন্ত বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের সহসভাপতি মোহাম্মদ উল্লাহ মামুনসহ বিএনপি ও বিএনপির নেতৃত্বাধীন জোটভুক্ত অন্যান্য দলের উচ্চপর্যায়ের নেতারা রাজধানীর পল্টনের জাসাস কার্যালয়ে, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে, যুক্তরাজ্য ও বাংলাদেশের বিভিন্ন এলাকার আসামিরা একত্রিত হয়ে যোগসাজশে প্রধানমন্ত্রীর ছেলে ও তার প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে আমেরিকায় অপহরণ করে হত্যার ষড়যন্ত্র করেন।

পরে ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি সাংবাদিক শফিক রেহমানসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

২০১৬ সালের ১৬ এপ্রিল এই মামলায় শফিক রেহমান গ্রেপ্তার হন। পরে তিনি জামিনে মুক্তি পেয়ে পলাতক হন।

Share this news on:

সর্বশেষ

জন্মদিনে খালেদা জিয়াকে ফুল পাঠালেন প্রধান উপদেষ্টা Aug 16, 2025
ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় নিয়ন্ত্রণ, পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা! Aug 16, 2025
‘নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, এ বিষয়ে সন্দেহ নেই’ Aug 16, 2025
img
বিএনপির জয় সুনিশ্চিত: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী Aug 16, 2025
মুক্তিযোদ্ধা থেকে সিনেমার নায়ক: জসিমের বীরত্ব ও অভিনয়গাথা Aug 16, 2025
বক্স অফিসের আগে অনলাইনে ছড়িয়ে পড়ল ‘ওয়ার-২’ Aug 16, 2025
বিপাশাকে কটু মন্তব্যের পর ম্রুণালের পাশে হিনা Aug 16, 2025
কোটি পেরিয়ে যাত্রা চালাচ্ছে ‘ধুমকেতু’ Aug 16, 2025
img
কাজের সুযোগ পেলে সেন্টমার্টিন থেকেও সুন্দর হবে হাতিয়া : হান্নান মাসউদ Aug 16, 2025
img
প্রত্যেকের নাগরিক অধিকার বুঝে পেতে লড়াই অব্যাহত রাখার আহ্বান আখতারের Aug 16, 2025
img
সাধারণত বৈঠকের শুরুতে খোলামেলা আলোচনা করেন ট্রাম্প, তবে আজ নীরব Aug 16, 2025
img
মাস্ক পরে শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী পালন, ৬ নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী গ্রেফতার Aug 16, 2025
img
মহিউদ্দিন রনিসহ ৪২ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের Aug 16, 2025
img
আলাস্কায় সপ্তমবারের মতো মুখোমুখি বৈঠকে ট্রাম্প ও পুতিন Aug 16, 2025
img
যথাযথ সংস্কার ছাড়া নির্বাচন ফলপ্রসূ হবে না: ডা. তাহের Aug 16, 2025
img
নালিতাবাড়ীতে শেখ মুজিবুর রহমানের জন্য দোয়ার আয়োজন করে একজন আটক Aug 16, 2025
img
হবিগঞ্জে সেনা অভিযানে ছাত্রদল নেতাসহ ২ চাঁদাবাজ গ্রেফতার Aug 16, 2025
img
সাবেক এমপি বেগম রোকেয়া আনসারের মৃত্যুতে জামায়াতের শোক Aug 16, 2025
img
নিজেরা নিজেরা মারামারিতে জড়াবেন না, ব্রাহ্মণবাড়িয়াবাসীর উদ্দেশে নুর Aug 16, 2025
img
রাজশাহীতে পদ্মার চরে পানিবন্দি সাড়ে ৪ হাজার মানুষ Aug 16, 2025