কোনো ব্যক্তির কলমের খোঁচায় সংবিধান বদলাবে না: ড. কামাল হোসেন

বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান ড. কামাল হোসেন বলেছেন, বর্তমান প্রেক্ষাপটে সংবিধান পুনর্বিবেচনা করা প্রয়োজন। কোনো ব্যক্তির কলমের খোঁচায় সংবিধান বদলাবে না।

সোমবার (৪ নভেম্বর) বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে ‘৪ঠা নভেম্বর ১৯৭২ সংবিধান দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় ড. কামাল হোসেনের পক্ষে একটি লিখিত বক্তব্য পাঠ করেন আইনজীবী নাজমুন নাহার।

ড. কামাল হোসেন বলেন, ‘জনগণের মতামত ছাড়া কোনো ব্যক্তি কলমের খোঁচা দিলে সংবিধান বদলাবে না। একজন ব্যক্তি যদি মনে করেন, প্রেসিডেন্টও যদি মনে করেন এটা ভুল হচ্ছে, এটা ওনার উচিত হবে না যে কলমের খোঁচায় এটাকে চেঞ্জ করে দেবেন।’

তিনি মনে করেন, সংবিধানকে কীভাবে ব্যাখ্যা করা হচ্ছে, সেটা সঠিক ব্যাখ্যা না অপব্যাখ্যা। এসব ব্যাপারে জনগণকে সচেতন থাকতে হবে আদালতও ব্যাখ্যা করে এবং ভুল করতে পারে। সাংবিধানিক শাসন দেশে রক্ষা করতে হলে মানুষকে সজাগ থাকতে হবে।

সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান বলেন, ‘১৯৭২ সালের ৪ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ভিত্তি হিসেবে এই সংবিধান গৃহীত হয়েছিল। এই সংবিধানের ভিত্তি ছিল আমাদের ত্যাগ ও সম্মিলিত আকাঙ্ক্ষা; কিন্তু আজকের প্রেক্ষাপটে আমাদের সংবিধান পুনর্বিবেচনা করা প্রয়োজন। এই সংবিধান যাতে কোনোভাবেই অত্যাচারের সুযোগ না দেয়, তা আমাদের নিশ্চিত করতে হবে।’

এ সময় দেশের মানুষকে গণতান্ত্রিক, ন্যায়সংগত ও সাম্যভিত্তিক দেশ গড়ার আহ্বান জানান ড. কামাল হোসেন।

তিনি বলেন, লিঙ্গ, ধর্ম, জাতিসত্তা, রাজনৈতিক বা অন্য যেকোনো পরিচয়ের কারণে বৈষম্য হতে দেওয়া যাবে না। এই লক্ষ্য সামনে রেখে সব সাংবিধানিক সংস্কার আমাদের করতে হবে।

Share this news on:

সর্বশেষ

img
ইসলামি মহাসম্মেলনে বক্তারা: মাওলানা সাদকে দেশে আসতে দিলে সরকার পতনের হুঁশিয়ারি Nov 05, 2024
img
রাজধানীজুড়ে তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী Nov 05, 2024
img
ভূমিকম্প মোকাবিলায় সবাইকে প্রস্তুত রাখা সময়ের দাবি: ফারুক ই আজম Nov 05, 2024
img
প্রথম ভোটকেন্দ্রে সমানে সমান কমলা-ট্রাম্প Nov 05, 2024
img
নতুন কোনো ইটভাটার অনুমোদন দেওয়া হচ্ছে না: রিজওয়ানা হাসান Nov 05, 2024
img
কয়লাখনি দুর্নীতি মামলা খালেদা জিয়াসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২০ নভেম্বর Nov 05, 2024
img
ইসরায়েলি হামলায় লেবাননে নিহত ৩ হাজার ছাড়াল Nov 05, 2024
img
দেশে ইজতেমা একবারই হবে, দুবার নয়: মহাসম্মেলনে বক্তারা Nov 05, 2024
img
গুম কমিশনে জমা পড়েছে ১৬০০ অভিযোগ Nov 05, 2024
img
ইসিকে জরুরি ৯ নির্দেশনা জনপ্রশাসন মন্ত্রণালয়ের Nov 05, 2024