সাংবাদিকতার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: পিআইবি মহাপরিচালক

গণতন্ত্রকে এগিয়ে নিতে সাংবাদিকতার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে বলে জানিয়েছেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ।

শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে খুলনা জেলার সাংবাদিকদের জন্য আয়োজিত সংবাদ প্রতিবেদন ও বয়ানবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপ্রধানের বক্তব্যে এ কথা বলেন তিনি।

ফারুক ওয়াসিফ বলেন, গত ১৫ বছর সাংবাদিকতা দেশ থেকে হারিয়ে গিয়েছিল। যার কারণে দেশের পরিস্থিতি আমরা জানতে পারিনি। যদি সঠিক সাংবাদিকতা ও জবাবদিহির জায়গা থাকতো, তাহলে দেশে গণতন্ত্র থাকতো। কিন্তু দেশের অন্যান্য স্তম্ভের মতো গণমাধ্যমকেও দলবাজ, দুর্নীতিবাজরা গ্রাস করেছিল। যারা ক্ষমতাধরদের সঙ্গে দেশের বিরুদ্ধে দাঁড়িয়েছিল।

তিনি বলেন, ১৯৭১ সালে ৯ মাসের মুক্তিযুদ্ধে চারজন সাংবাদিক শহীদ হয়েছিলেন। আর আগস্টের প্রথম সপ্তাহে পাঁচজন সাংবাদিককে হত্যা করা হয়। গত ১৬ বছরে হত্যার শিকার হয়েছেন অন্তত ৩০ সাংবাদিক। দেড় হাজার সাংবাদিকের বিরুদ্ধে মামলা, নির্যাতন চালানো হয়েছিল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনর রশীদ খান। তিনি বলেন, সংবাদপত্র সমাজের দর্পণ, সমাজের চেহারা। সাংবাদিকদের দায়িত্ব বেশি। বস্তুনিষ্ঠ সংবাদ দেশ, জাতি ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ড. মো. হারুনর রশীদ খান আরও বলেন, সাংবাদিকদের সঠিক তথ্য জনগণের সামনে তুলে ধরতে হবে। তাহলে জবাবদিহির জায়গা তৈরি হবে। তথ্যপ্রযুক্তির পরিবর্তনের যুগে ঘন ঘন প্রশিক্ষণের বিকল্প নেই বলেও উল্লেখ করেন তিনি।

পিআইবির প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মো. আনিসুজ্জামান ও খুলনা প্রেসক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল।

তিনদিনব্যাপী এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন খুলনা জেলার ৩৫ জন সাংবাদিক।

Share this news on:

সর্বশেষ

img
চট্টগ্রামে ইসকন নেতা চিন্ময় দাসের অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ Nov 26, 2024
img
শাপলা চত্বর গণহত্যা:ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ যাদের বিরুদ্ধে অভিযোগ হেফাজতের Nov 26, 2024
img
ঢাকা ও চট্টগ্রামে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন Nov 26, 2024
img
সংবিধানের ৬২ জায়গায় সংশোধনী চায় বিএনপি Nov 26, 2024
img
চিন্ময় কৃষ্ণের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ Nov 26, 2024
img
হামলায় ৫০ কোটি টাকার বেশি ক্ষতি, মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে: ডিএমআরসি অধ্যক্ষ Nov 26, 2024
img
ভারত থেকে আলু ও পেঁয়াজ আমদানি বন্ধ, বেড়েছে দাম Nov 26, 2024
img
শিক্ষার্থীদের আন্দোলনে কঠোর হতে চায় না সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা Nov 26, 2024
img
আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি: হাইকোর্টের লিখিত আদেশ প্রকাশ Nov 26, 2024
img
ট্রাম্পের বিরুদ্ধে গুরুতর মামলা খারিজ Nov 26, 2024