জুবায়ের আদনান,মোবাইল জার্নালিস্ট :
একজন নারী শিক্ষার্থীর সাথে অশোভন আচরণের অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ- সমন্বয়ক মেহেদী হাসান বাবুকে শোকজ করা হয়েছে।
আজ ৮ নভেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ সাক্ষরিত একটি শোকজ নোটিশে এ তথ্য জানানো হয়েছে।
শোকজ নোটিশ বলা হয় , মেহেদী হাসান বাবু সহ সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপনার বিরুদ্ধে একজন নারী শিক্ষার্থীর সাথে অশোভন আচরণের অভিযোগ এসেছে। যা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নীতি ও আদর্শের পরিপন্থী।
এই ঘটনার প্রেক্ষিতে আপনাকে কেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে স্থায়ী বহিষ্কার করা হবে না তা জানতে চেয়ে আপনাকে তিন কার্যদিবসের মধ্যে আত্নপক্ষ সমর্থনের সুযোগ প্রদান করে শোকজ জারি করা হলো।
এবিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ -সমন্বয়ক মেহেদী হাসান বাবু'র সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।