জামায়াতের আমিরের সঙ্গে ব্রাজিলের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফারনান্দো দিয়াস ফেরেস।

আজ সোমবার (১৩ই জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাজধানীর মগবাজারের জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফারনান্দো দিয়াস ফেরেসকে অভ্যর্থনা জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ও কেন্দ্রীয় প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ।

সৌজন্য সাক্ষাতে অংশ নিতে উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির ডা. মোহাম্মদ আবদুল্লাহ আবু তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান প্রমুখ।

Share this news on:

সর্বশেষ