বছরের ২২ দিন পেরিয়ে গেলেও এখনও বিনামূল্যের অনেক বই পায়নি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীরা। অন্যদিকে দেখা গেছে, খোলা বাজারে বিক্রি হচ্ছে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বিতরণের বেশ কিছু বই। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য সরবরাহ করা বই খোলাবাজারে বিক্রি কিংবা মজুত সম্পূর্ণ নিষেধ। এবার সে বই বিক্রি ও মজুতের অভিযোগে ২ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
বুধবার (২২ জানুয়ারি) বিকেলে ঢাকার সূত্রাপুরের বাংলা বাজার ইস্পাহানি গলির বিভিন্ন গোডাউনে অভিযান চালিয়ে প্রায় ১০ হাজার বইসহ দুজনকে আটক করা হয়। প্রাথমিক ও মাধ্যমিকের এসব বইয়ের বাজারমূল্য প্রায় আট লাখ টাকা।
গ্রেপ্তার দুজন হলেন- সিরাজুল ইসলাম উজ্জ্বল (৫৫), দেলোয়ার হোসেন (৫৬)।
ডিবি বলছে, গ্রেপ্তার দুজন ছাড়াও এমন আরও বেশ কয়েকটি চক্রের তথ্য পাওয়া গেছে। তাদেরকে গ্রেপ্তারে ডিবির তৎপরতা অব্যাহত রয়েছে।
টিএ/