যশোরে ৬ আসনের সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদারকে চার বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের মামলায় তাঁর ৩৮ লাখ টাকার অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করারও নির্দেশ দিয়েছেন আদালত। যশোর বিশেষ জজ আদালতের বিচারক কে এম নুরুল ইসলাম এই রায় ঘোষণা করেন।
২০০৮ সালে শুরু হওয়া মামলাটি শাহীন চাকলাদারের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা হয়। দুদক এর তদন্ত বেরিয়ে আসে , শাহীন চাকলাদারের ট্যাক্স ফাইল ও সম্পদ বিবরণীতে অসামঞ্জস্য রয়েছে। তাঁর প্রকৃত সম্পদের পরিমাণ ছিল ৫৬ লাখ ২৬ হাজার টাকা, যা তাঁর দাখিল করা বিবরণী থেকে অনেক বেশি।
২০০৯ সালের জানুয়ারিতে দুদক আদালতে অভিযোগপত্র জমা দেয় এবং দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০২৫ সালে আদালত এই রায় প্রদান করেছে। তবে, রায় ঘোষণার সময় শাহীন চাকলাদার আদালতে উপস্থিত ছিলেন না। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
মামলার মূল অভিযোগ ছিল, শাহীন চাকলাদার ৩৮ লাখ ৩ হাজার ৬৮৫ টাকার অবৈধ সম্পদ গোপন করেছেন। এই মামলার পর, গত বছর অক্টোবর মাসে শাহীন চাকলাদার ও তাঁর পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। নিষেধাজ্ঞায় থাকা ব্যক্তির মধ্যে রয়েছে তাঁর স্ত্রী, দুই মেয়ে এবং ছেলে।
দুদক সূত্র জানায়, ২০০৮ সালে শাহীন চাকলাদারের সম্পদ ছিল অনেক কম, তবে গত ১৬ বছরে তিনি শত শত কোটি টাকার সম্পদ অর্জন করেছেন। তাঁর বিরুদ্ধে আরেকটি মামলা দায়েরও হয়েছে, যা একই অভিযোগে ভিত্তি করে।
টিএ/