আকস্মিক বন্যায় ইরাকে ২১ জনের মৃত্যু

ইরাকে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় কমপক্ষে ২১ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। বন্যায় কয়েক হাজার মানুষ বাস্তুহারা হয়ে পড়েছে। খবর এএফপি।

দেশটির স্বাস্থ্য মন্ত্রনালয়ের মুখপাত্র সেইফ আল বদরের বরাত দিয়ে এএফপি জানিয়েছেন, নিহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছে। অনেকেই বন্যার পানিতে ভেসে গেছে। কয়েকজন গাড়ি দুর্ঘটনায় ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবলণ করেছেন। বৃষ্টির পানিতে সৃষ্ট  বন্যায় কমপক্ষে ১৮০ জন আহত হয়েছে।

জাতিসংঘ জানিয়েছে, সৃষ্ট বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে দেশটির নিনেভেহ ও কিরকুক প্রদেশে। সেখানে অনেক পরিবার বিভিন্ন ক্যাম্পে আশ্রয় নিয়েছে। তাদের জরুরি সহায়তা প্রয়োজন। তবে এখন পর্যন্ত বন্যায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিশ্চিত করে জানাতে পারেনি সংস্থাটি।

Share this news on: