যারা নির্বাচনকে ভয় পায় তারাও ষড়যন্ত্রের অংশ। এমন মন্তব্য করে এবার আলোচনায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায় আনা প্রসঙ্গেও মন্তব্য করেন তিনি। বলেন ‘অন্তর্বর্তী সরকারকে আমরাই ক্ষমতায় বসিয়েছি, যেন মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে পারে সেজন্য। সকল ধরনের সংস্কার করার সময় এই সরকারের নেই বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেছেন, দেশ এবং দেশের বাইরে যে ষড়যন্ত্র হচ্ছে সেসব রুখতে নির্বাচিত সরকার দরকার। আমরা চাই সুষ্ঠু নির্বাচন। পাশাপাশি, বিএনপি নির্বাচিত হয়ে জাতীয় সরকার গঠন করবে উল্লেখ করে তিনি বলেন, যারা নির্বাচনকে ভয় পায় তারা নিশ্চয়ই এসব ষড়যন্ত্রের অংশ।
নির্বাচন নিয়ে বরাবরই দাবি তুলে আসছে বিএনপি ও তার সহযোগী দলগুলো। সম্প্রতি মির্জা ফখরুলও এ সংক্রান্ত দাবি তুলে জন্ম দেন আলোচনার। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সবার মতামতের ভিত্তিতে স্বচ্ছ নির্বাচন চায় জনগণ, যা শেখ হাসিনা হতে দেয়নি।
দীর্ঘ বাঁধা মোকাবেলা করেও বিএনপি টিকে রয়েছে উল্লেখ করে রিজভী বলেন, বিএনপির ভাবমূর্তি নষ্ট করতে ইচ্ছে করে প্রোপাগান্ডা ছড়াচ্ছে একটি গোষ্ঠী। বিএনপি সবসময় অবাধ সুষ্ঠু নির্বাচনের পক্ষে, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে বিএনপি সব সময় সোচ্চার ছিল, এখনও আছে, আগামীতেও থাকবে। বিএনপি নিয়ে সমালোচনার জবাবে তিনি বলেছেন, এক-এগারোর ভয় দেখিয়ে সমর্থন নিতে চায় সরকার।
বিএনপিকে মাইনাস করার চেষ্টা করে লাভ নেই জানিয়ে আব্দুস সালাম বলেন, ‘জনগণ যাকে চাইবে সেই ক্ষমতায় আসবে। তাই বর্তমান সরকারকে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন তিনি।
টিএ/