তিন দশক আগে রেকর্ড করা ওডিশার গান ‘ছিঃ ছিঃ ছিঃ রে ননি ছিঃ’ হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ইউটিউব, ফেসবুক ও ইনস্টাগ্রামে গানটি নিয়ে চলছে তুমুল আলোচনা। ভারতের সীমা ছাড়িয়ে গানটি বাংলাদেশের শ্রোতাদের মনও ছুঁয়ে গেছে। অনেকেই গানের ভাষা না বুঝলেও সুর এবং ভিডিওর আবেগময় দৃশ্য দর্শকদের হৃদয়ে গভীরভাবে প্রভাব ফেলেছে।
বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গানটির শিল্পী সত্য অধিকারী। তাঁর নাম এখন অনেকেই গুগলে সার্চ করছেন। গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন মানবভঞ্জন নায়ক। এক সাক্ষাৎকারে তিনি জানান, ১৯৯৫ সালে গানটি প্রথম রেকর্ড করা হয়। পরে ২০০৫ সালে প্রযোজক সীতারাম আগরওয়াল গানটির জন্য একটি ভিডিও তৈরি করার উদ্যোগ নেন।
গানের ভিডিওতে এক দরিদ্র কৃষকের হৃদয়বিদারক গল্প দেখানো হয়েছে। প্রেমিকার অন্যত্র বিয়ে ঠিক হওয়ার পর ভাঙা হৃদয়ে কৃষকটি গানটি গেয়ে প্রেমিকাকে উদ্দেশ্য করেন। ভিডিওতে কৃষকের চরিত্রে অভিনয় করেছেন বিভূতি বিশ্বল।
গানটির অর্থ অনেকটা এরকম, “প্রতিদিন ছোট ছোট আনন্দ দেওয়ার চেষ্টা করতাম/ প্রতিদিন বিনোদন ও আনন্দের ব্যবস্থা করতাম/ আমি তোমার মাকে প্রতিশ্রুতিও দিয়েছিলাম/ অনেকবার বলেছি, আমার কাছে কেমন ছিলে তুমি/ আমি যখন আমার গ্রাম থেকে ফিরলাম, তুমি কী করে সব ভুলে গেলে?/ এটা সত্যিই লজ্জার, ননি।“
গানের মর্মস্পর্শী সুর ও গল্পই এই দীর্ঘ সময় পর গানটিকে মানুষের হৃদয়ে জায়গা করে দিয়েছে।
টিএ/