দ্রুত সংস্কার শেষে জাতীয় নির্বাচন। এমন দাবিতে এবার মাঠে নামতে যাচ্ছে বিএনপি ও তাদের সমমনা দল। এখনও কোনো কর্মসূচি চূড়ান্ত করা না হলেও সমমনা দলগুলোর সঙ্গে বৈঠক করছে বিএনপি। আলোচনার ভিত্তিতে শিগগির এ কর্মসূচি চূড়ান্ত করা হবে বলে জানা গেছে।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও দ্রুত সংস্কার শেষে জাতীয় নির্বাচন। এমন বিদ্যমান পরিস্থিতিতে কর্মসূচি ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করতে ইতিমধ্যেই সভা আলোচনা চলছে দলটির কেন্দ্রীয় পর্যায়ে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ১২ দলীয় জোট ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছে দলটি। বৈঠকে বিএনপির পক্ষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
সূত্র জানায়, বৈঠকে জনসম্পৃক্ত ইস্যুতে সমাবেশ, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। এর মধ্য দিয়ে বর্তমান অন্তর্বর্তী সরকারের ভুলগুলোও ধরিয়ে দেওয়ার বিষয়ে আলোচনা করেন তারা। ঠিক কী কী করলে দেশ ও জনগণের জন্য ভালো হবে, সে বিষয়ে পরামর্শও দেওয়ার কথাও ভাবা হচ্ছে। তবে এখনও আসেনি চূড়ান্ত সিদ্ধান্ত।
দীর্ঘদিন ধরে নির্বাচন নিয়ে একাধিকবার সরকারকে তাগাদ দিয়েছে বিএনপি। দ্রুত নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে মানুশের ভোটের অধিকার ফিরিয়ে দিতে আহ্বান জানিয়েছেন দলটির একাধিক নেতা। এবার সমালোচনা ও রাজপথে কর্মসূচীর মাধ্যমে সরকারকে সঠিক পথে রাখতে চায় দেশের অন্যতম বৃহৎ এই রাজনৈতিক দল।
টিএ/