ফেব্রুয়ারি ঘিরে একগুচ্ছ কর্মসূচী দিয়েছে আওয়ামীলীগ। এসেছে অবরোধ ও হরতালের মত কর্মসূচীর ঘোষণা। ১ থেকে ৫ তারিখ পর্যন্ত ঘোষণা হয়েছে লিফলেট বিতরন কার্যক্রমের। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ঘোষণা আসার পরপরই এসেছে নানামুখী প্রতিকৃয়া। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও নিয়েছে বাড়তি সতর্কতা।
আওয়ামীলীগের লিফলেট বিতরন কর্মসূচী ঘিরে হকারদের সতর্ক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বাসাবাড়ি ও বিভিন্ন অফিসে পত্রিকা বিলির দায়িত্বে থাকা হকারদের কাজে লাগিয়ে নতুন কৌশলে লিফলেট বিলির কার্যক্রম চালাতে পারে আওয়ামী লীগ। এমন অবস্থায় তাদের সরকারবিরোধী কোনো দলের লিফলেট কিংবা প্রচারপত্র বিলি না করতে সতর্ক করছে আইনশৃঙ্খলা বাহিনী। তাই, হকারদের মৌখিকভাবে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে আওয়ামীলীগের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ এবং অপশাসন-নির্যাতনের প্রতিবাদে দীর্ঘ কর্মসূচীর ঘোষণা আসে। দলটির অধিকাংশ নেতাকর্মী যখন পলাতক তখন কোন প্রক্রিয়ায় এ কর্মসূচি পালন হবে তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, ৩১ জানুয়ারি সকালে একটি গোয়েন্দা সংস্থার লোকেরা ঢাকার বিভিন্ন এলাকার পত্রিকা বিলির দায়িত্বে থাকা হকারদের গিয়ে নির্দেশনা দিয়েছেন। তারা যেন পত্রিকার সঙ্গে সরকারবিরোধী কোনো দলের লিফলেট কিংবা প্রচারপত্র বিলি না করেন। যারা এ নির্দেশনা অমান্য করবেন তাদের কারাগারে নেওয়াসহ আর্থিক জরিমানা করারও হুঁশিয়ারি দেওয়া হয়। যদিও গোয়েন্দা ও ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের পক্ষ থেকে বিষয়টি অস্বীকার করা হয়।
টিএ/