৫ মিনিটের ঝটিকা মিছিল থেকে গ্রেফতার হলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৫ কর্মী। এছাড়াও মিছিলটি যেখানে হয়েছিলো সেই স্থানে দায়িত্ব পালন করা এক পুলিশ সদস্য হয়েছেন সাময়িক বরখাস্ত। ঘটনাটি ঘটেছে চট্টগ্রাম নগরীর জিইসি মোর এলাকায়। এ ঘটনায় সাময়িক বরখাস্ত হয়েছেন খুলশী থানার উপপরিদর্শক হৃদয় মাহমুদ। তাঁর বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক মামলার সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মূল ঘটনার ব্যাপারে জানা যায় ৩০ জানুয়ারি সকাল ছয়টার দিকে নগরের প্রাণকেন্দ্র জিইসি মোড়ে প্রকাশ্যে পাঁচ মিনিটের মিছিল করেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা । মিছিলটির নেতৃত্বে ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মিজানুর রহমান।
এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে পুলিশের করা মামলায় গ্রেপ্তার পাঁচজনকে ৩১ জানুয়ারি আদালতে হাজির করা হয়। আদালত তাঁদের কারাগারে পাঠিয়ে দেন। বিষয়টি নিশ্চিত করেন নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মফিজ উদ্দিন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মিছিলের ১ মিনিট ২৭ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, জিইসি মোড়ে সিডিএ অ্যাভিনিউ সড়কের এক পাশে মিছিল করছেন ২০ থেকে ২৫ জন নেতা-কর্মী। এ সময় তাঁরা অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে স্লোগান দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা মিছিলের ভিডিওর ক্যাপশনে লেখা হয়, ‘চট্টগ্রাম শহরের জিইসি মোড়ে মহানগর ও দক্ষিণ জেলা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ।’
টিএ/