ইতালি নেওয়ার কথা বলে ফাঁদে ফেলে নিয়ে যাওয়া হয় লিবিয়ায়। সেখানে নিয়ে গিয়ে ফরিদপুরের দুই যুবককে গুলি করে হত্যা করে মানবপাচার চক্র। হত্যার পর তাদের লাশের ছবি পাঠিয়ে এক ভীতিকর পরিবেশ তৈরি করা হয় পরিবারের মাঝে।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কুমারখালী গ্রামের হৃদয় হাওলাদার ও রাসেল হাওলাদার লিবিয়ায় হত্যার শিকার হয়েছেন। দুই মাস আগে, স্থানীয় কিছু দালাল তাদের ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে ১৬ লাখ টাকা নেয়। প্রথমে দুবাই, পরে সৌদি আরব, এরপর লিবিয়া পৌঁছানো হয়। সেখানে গিয়ে শেষপর্যন্ত মৃত্যুর মুখে পড়েন এই দুই যুবক।
হৃদয়ের বাবা মিন্টু হাওলাদার বলেন, টাকা দেওয়ার পরও ছেলের কোনও খোঁজ পাচ্ছিলেন না তিনি। একদিন দালালরা হোয়াটসঅ্যাপে তার ছেলে হৃদয়ের মৃতদেহের ছবি পাঠায়। হৃদয়ের বড় ভাই মোখলেছুর রহমান জানান, দালালরা আরও টাকা দাবি করেছিল, টাকা না দিলে তাদের ভাইকে হত্যা করা হয়।
ফয়সাল হোসেন নামে একজন স্থানীয় জানিয়েছেন, রাসেলও একইভাবে লিবিয়াতে হত্যার শিকার হয়েছেন। তিনি অভিযোগ করেন, এই পাচার চক্র মানুষকে জিম্মি করে কোটি কোটি টাকা আদায় করছে, আর টাকা না দিলে নির্যাতন অথবা হত্যার শিকার হতে হচ্ছে।
ফরিদপুরের ভাঙ্গা থানার ওসি মো. মোকসেদুর রহমান বলেন, এ ঘটনার তদন্ত চলছে এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তবে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি।
টিএ/