পুলিশ এখনো শুধরায়নি, মানুষের এমন অভিযোগ অহরহ। লাঠিচার্জ, পানি ছোড়া কিংবা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ; আন্দোলন দমনে পুলিশের ভূমিকা সহসাই বেশ সমালোচিত। তবে এবার সোশ্যাল মিডিয়ায় আলোচনায় ভীন্ন এক দৃশ্য। এক পুলিশ সদস্য লাঠি দিয়ে তাড়া করছেন। তাড়া খেয়ে পালাচ্ছেন আন্দোলনকারীরা কিন্ত লাঠির একটি আঘাতও পরেনি কারো শরীরে। আন্দোলনকারীদের দিকে তেড়ে গিয়ে তিনি আঘাত করছেন বিদ্যুতের খুটিতে। কিন্ত তার আগ্রাসী তেড়ে যাওয়াতেই ভয়ে দৌড়ে পালাচ্ছেন আন্দোলনকারীরা।
পুলিশ সদস্যের এমন অভিনব কাজটিকে বেশ প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনরা। অনেকেই তাকে বলছেন মানবিক পুলিশ। কেউবা আখ্যা দিয়েছেন কিং লিখে। একজন লিখেছেন এমন মানবিক পুলিশ চাই, সব পুলিশ এক না।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পরা ভিডিওটির তরুণ এই পুলিশ সদস্যের পরিচয় সম্পর্কে তেমন কিছু জানা যায়নি। তবে আন্দোলন দমনের মাঝেও যে মানুষ মানবিকতা খুঁজে পাওয়া যেতে পারে তারই একটি নজির রাখলেন এই পুলিশ সসদ্য।
মূলত গত ১২ ফেব্রুয়ারি শাহবাগে শিক্ষকদের আন্দোলন দমনের ভিডিও এটি। রাজধানীতে নানান দাবিতে রাস্তায় নামছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অনেকসময় তারা অবরোধ করেন মূল সড়কও। রাজধানীকে সচল রাখতে পুলিশের ওপর থাকে বিশেষ চাপ। আন্দোলনের কারণে যানজট ও ভোগান্তি নিরসনে অনেক সময় কঠোর অবস্থানেও যেতে হয় পুলিশকে। আবার সেই কঠোরতার কারণে ভোগ করতে হয় নিন্দাও।
যদিও অনেক অতি উৎসাহী পুলিশ সসদ্যের দ্বারা ঘটে যায় অমানবিক নির্যাতনের ঘটনাও। সেসব বাস্তবতা ও ঘটনা ছাপিয়ে সাম্প্রতিককালে ভাইরাল এই পুলিশ সদস্য স্থাপন করলেন মানবিক এক নজির।