এবার বাধার মুখে বাতিল উত্তরার বসন্ত উৎসব। কমিটির পক্ষ থেকে বাধা দানকারীদের সাথে আলোচনার মাধ্যমে বোঝানোর চেষ্টা করা হলেও পাওয়া যায়নি কোন সমাধান। শেষ পর্যন্ত বাধ্য হয়ে উৎসব বাতিল করছে আয়োজক কমিটি।
জানা গেছে, আয়োজনটির জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং মহানগর পুলিশ থেকে যথাযথ নিয়মে অনুমতি নেওয়ার পরও উৎসব করতে পারেনি ‘জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষৎ’। আয়োজকদের একটি সূত্র গনমাধমকে জানায়, তারা রাতেও বাধাদানকারীদের সঙ্গে কথা বলে বোঝানোর চেষ্টা করেছেন। তবে, আয়োজকদের মধ্যে একজনকে আওয়ামী লীগের দোসর বলা হয়। এরপর তাকে আয়োজনের সংশ্লিষ্টতা থেকে সরিয়ে নেওয়ার কথা বলা হলেও শেষপর্যন্ত উৎসবটি করা সম্ভব হয়নি।
প্রতি বছরের মতোই এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলা এবং পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের পাশাপাশি উত্তরায় উন্মুক্ত মঞ্চে এই আয়োজনটি করার কথা ছিল। চারুকলা ও বাহাদুর শাহ পার্কের উৎসব ঠিকঠাকমত হলেও ব্যতিক্রম হিসেবে বাতিল করতে হয়েছে উত্তরার আয়োজনটি।
এ প্রসঙ্গে জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষৎ এর একজন সিনিয়র নেতা গণমাধ্যমকে বলেন, “আমরা নিয়ম মেনে ঢাকা উত্তর সিটি করপোরেশনে আবেদন করেছি, তারা আমাদের অনুমতিও দিয়েছে। আমরা বরাদ্দকৃত ভেন্যুর জন্য ভাড়ার টাকাও পরিশোধ করেছি। পুলিশ থেকেও অনুমতি নেওয়া হয়েছে। কিন্তু স্থানীয়দের বাধার কারণে আজকে সেখানে অনুষ্ঠান করতে পারিনি।”