সিরিয়ায় সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রত্যয় তিন প্রেসিডেন্টের

সিরিয়ার সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধ অব্যাহত রাখার বিষয়ে প্রত্যয় ব্যক্ত করেছে ইরান, রাশিয়া এবং তুরস্ক।

রুশ প্রেসিডেন্টের সিরিয়া বিষয়ক বিশেষ দূত আলেকজান্ডার ল্যাভরেনতিয়েভ এই তথ্য জানিয়েছেন।

সিরিয়া নিয়ে কাজাখস্তানের রাজধানী আস্তানায় ১২তম আলোচনার প্রথম দিন শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলেন তিনি।

সিরিয়ার পরিস্থিতি বিশেষ করে সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে থাকা দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব শহর নিয়েও আলোচনা হয়েছে। সন্ত্রাসী সংস্থা জাবহাত আন-নুসরা ইদলিবের বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণ করছে বলে জানান আলেকজান্ডার ল্যাভরেনতিয়েভ।

আলেকজান্ডার ল্যাভরেনতিয়েভ বলেন, আল-কায়েদার সঙ্গে যুক্ত গোষ্ঠী জাবহাত আন-নুসরা গোষ্ঠীর সঙ্গে কোনো যুদ্ধবিরতি হবে না। সন্ত্রাসবাদী গোষ্ঠীর সঙ্গে লড়াইয়ে সাধারণ নাগরিকদের যেন যথাসাধ্য কম ক্ষয়ক্ষতি হয় সে বিষয়কে অগ্রাধিকার দেয়া হবে।

 

 

টাইমস/এসআই

Share this news on: