বদলে গেল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম। পরিবর্তিত নাম ‘জাতীয় স্টেডিয়াম, ঢাকা’। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নামবদলের কথা জানিয়েছেন।
স্বাধীনতার আগে থেকেই পল্টনে এই স্টেডিয়াম অবস্থিত। পাকিস্তান আমলে পাকিস্তান ক্রিকেট দল এই স্টেডিয়ামে টেস্ট ম্যাচও খেলেছে। স্বাধীনতা পরবর্তী সময়ে এই স্টেডিয়াম ঘিরেই বাংলাদেশের ক্রীড়াঙ্গন আবির্ভূত হয়। যা ঢাকা স্টেডিয়াম হিসেবে নামকরণ ও পরিচিত ছিল। পরবর্তীতে আওয়ামী লীগ শাসনামলে এটির নামকরণ হয় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।
দেশের বিভিন্ন স্থাপনার মতো ক্রীড়াঙ্গনেও অনেক স্থাপনার নাম ছিল বিগত সরকার প্রধানের পরিবারের নামে। অন্তর্বর্তীকালীন সরকার সেই সকল স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। আজ পরিবর্তন করল জাতীয় পর্যায়ের এক স্টেডিয়ামের নাম। উপজেলা পর্যায়ের ১৫০টি ‘শেখ রাসেল মিনি স্টেডিয়াম’-এর নাম বদলের পর এবার দেশের ক্রীড়াঙ্গনের কেন্দ্রবিন্দু বঙ্গবন্ধু স্টেডিয়ামও পেল নতুন পরিচয়।