টেকনাফে জেলের জালে ধরা পড়ল ৫ মণ ওজনের ভোল মাছ

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের অদূরে নাফ নদীতে টানা জালে ধরা পড়েছে ১৯৪ কেজি ওজনের একটি বোল মাছ।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে শাহপরীর দ্বীপ ঘোলার চর এলাকার নাফ নদীতে, কোনাপাড়ার বাসিন্দা কালু ফকিরের মালিকানাধীন টানা জালে মাছটি ধরা পড়ে। স্থানীয় ভাষায় মাছটি “ভোল মাছ” নামে পরিচিত।

ট্রলার মালিক সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ হাসান বলেন, “সকালে ওই এলাকায় নাফ নদীর মোহনায় মাঝি নুর মোহাম্মদসহ অন্যান্য জেলেরা টানা জাল ফেলেন। ঘণ্টাখানেক পর জাল টানার চেষ্টা করে জেলেরা। এমন সময় ছোট ছোট মাছের সঙ্গে এই বড় ভোল মাছটি জালে আটকে যায়। “পরে জেলেরা নাফ নদী থেকে বড় মাছটি রশি বেঁধে টেনে টেনে চরের উপরে তুলে নিয়ে আসেন। স্থানীয় লোকজনের সহযোগিতায় মাছটি শাহপরীর দ্বীপ জেটিঘাটে নেওয়া হয়। ওই সময় মাছটি দেখতে ভিড় জমান সাধারণ মানুষজন।”

মাঝি নুর মোহাম্মদ বলেন, “জালে প্রথম বার ১৯৪ কেজি ওজনের বড় ভোল মাছ আটকা পড়েছে। মাছটি শাহপরীর দ্বীপ জেটিঘাটে এনে মাছটির দাম হাঁকানো হয়েছিল তিন লাখ টাকা। পরে স্থানীয় মাছ ব্যবসায়ী নুরুল আলমকে ২ লাখ ৬০ হাজার টাকা দিয়ে বিক্রি করেছি।”

মাছ ব্যবসায়ী নরুল আলম বলেন, “শাহপরীর দ্বীপে প্রথমবারের মত এত বড় ভোল মাছ ধরা পড়েছে। গত বছরে এমন সময় সেন্টমার্টিন দ্বীপে ১৫০ কেজি ওজনের একটি ভোল মাছ ধরা পড়েছিল। আগামীকাল সকালে টেকনাফ পৌরসভার মাছ বাজারে মাছটি কেটে কেটে কেজিতে বিক্রি করা হবে।”
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, “শাহপরীর দ্বীপের এক জেলে জালে একটি বিশাল মাছ ধরার খবর শুনেছি। স্থানীয় ভাষায় এটিকে ভোল মাছ বলা হয়। কিন্তু এর বৈজ্ঞানিক নাম রেইয়ামেস বোলা (raiamas-bola)। এ মাছটি সব সময় পাওয়া যায় না। সাধারণত এখানে এত বড় মাছ ধরা পড়ে না। তবে শীত মৌসুমে ৫ থেকে ১৫ কেজি ওজন পর্যন্ত বোল মাছ জেলেদের জালে আটকা পড়ে।”

আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ বা আইইউসিএনের লাল তালিকায় রেইয়ামেস বোলাকে রাখা হয়েছে ‘ন্যূনতম বিপদগ্রস্ত’ ক্যাটাগরিতে। এর মানে হল, সবচেয়ে কম বিপদগ্রস্ত; সহজেই দেখা যায় ও ব্যাপকভাবে বিস্তৃত প্রজাতিগুলো এ বিভাগের অন্তর্গত।

মৎস্য কর্মকর্তা দেলোয়ার আরও বলেন, “সাগরের মাছ ধরার ওপর বিভিন্ন ধরনের সরকারি নিষেধাজ্ঞা যথাযথভাবে পালন হওয়ায় মাছগুলো বড় হওয়ার সুযোগ পাচ্ছে। আবার বড় মাছ জেলেদের জালে আটকা পড়লে সবাই দেখে আনন্দ পান, তেমনি জেলেরা ভালো দাম পাচ্ছেন।”

Share this news on:

সর্বশেষ

img
দেশ নির্বাচনের জন্য প্রস্তুত: প্রধান উপদেষ্টা Aug 25, 2025
img
টিকিটের দুর্বৃত্তায়নে আত্মসাৎ হয়েছে হাজারো কোটি টাকা: পর্যটন উপদেষ্টা Aug 25, 2025
img
সৌদিতে এক সপ্তাহে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার Aug 25, 2025
img
বরুণ-জাহ্নভীর নতুন সিনেমার শুটিং সম্পন্ন Aug 25, 2025
img
হিজাব পরা ছবিতেও বাজে মন্তব্য, প্রভার দাঁতভাঙা জবাব Aug 25, 2025
img
যুদ্ধ শেষ হলেও রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা থাকবে : ফিনল্যান্ড Aug 25, 2025
দেশ ছাড়ার আট বছর পেরিয়ে গেল, এখনও বন্ধ রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পথ Aug 25, 2025
যুবদল নেতা মাসুদ রানা মামলায় কাজল মোল্লাসহ ৬ জনের যাবজ্জীবন Aug 25, 2025
img
সংসদ নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি হলে ব্যবস্থা নেবে দুদক Aug 25, 2025
img
কনস্যুলেটে হামলা, যুক্তরাষ্ট্র পদক্ষেপ নেবে বলে আশাবাদী রাষ্ট্রদূত মুশফিক Aug 25, 2025
img
কালীনি প্রিয়দর্শনকে কেন্দ্র আসছে করে নতুন সুপার ন্যাচারাল মুভি চন্দ্রা Aug 25, 2025
img
ঝুলে থাকা তরুণকে গুলি: ঘটনায় জড়িত ৪ জনকে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ Aug 25, 2025
img
বেঁচে থাকার সাংবিধানিক অধিকার চাই, বক্তব্য ভুল হলে ক্ষমা চাইব: ফজলুর Aug 25, 2025
img
রিজওয়ান ও শান মাসুদকে অধিনায়কত্ব থেকে সরানোর খবর ভিত্তিহীন: পিসিবি Aug 25, 2025
দীপাবলিতে ২৫০ কোটি টাকার প্রাসাদে উঠছেন আম্বির-আলিয়া! Aug 25, 2025
img
ভুয়া মামলায় গ্রেপ্তার করা হয়েছে তৌহিদ আফ্রিদিকে: রাশেদ খাঁন Aug 25, 2025
img
বিশালের ৩৫তম ছবি ‘মাকুটাম’ আনুষ্ঠানিক ঘোষণা Aug 25, 2025
প্রাথমিক স্বাস্থ্যসেবা দিতে ৫ প্রতিষ্ঠানের সঙ্গে ডিএনসিসির চুক্তি Aug 25, 2025
img
তৌহিদ আফ্রিদির ৫ দিনের রিমান্ড মঞ্জুর Aug 25, 2025
img
ফজলুর রহমানের বাসার সামনে ছাত্র-জনতার বিক্ষোভ, সেনা-পুলিশ মোতায়েন Aug 25, 2025