তিন দিন আগে একটি হিজাব পরিহিত ছবি ফেসবুকে পোস্ট করেন আলোচিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ক্যাপশনে লেখেন, ‘কেমন যাচ্ছে শুক্রবার?’
নেটিজেনরা নায়িকার পর্দানশীন ছবি দেখে বেশ প্রশংসা করছেন। তবে নেতিবাচক মন্তব্যও রয়েছে কিছু। সাধারনত তারকারা কোন মন্তব্যেরই জবাব দেন না। তবে প্রভা আর চুপ থাকতে পারলেন না। এই পোস্টের একটি মন্তব্য নিয়ে সরব হতে বাধ্য হয়েছেন তিনি।
কারণ, সেই মন্তব্যটি প্রভার ফেলে আসা কালো অধ্যায়কে স্মরণ করিয়ে দিয়েছে। যে ঘটনার জন্য তিনি জীবনে অনেক সংগ্রামের মুখোমুখি হয়েছেন। ঝলমলে অভিনয় ক্যারিয়ারও হয়েছে অনেকটাই ম্লান।
কিন্তু এই সমাজ তাকে বার বার সেই অধ্যায়ের কথা মনে করিয়ে দেয়। তাকে স্বাভাবিকভাবে বাঁচতে দেয় না। তিনি যতোই ভুলে থাকতে চান, কিছু নেতিবাচক মানসিকতার মানুষ তা ভুলতে দেয় না।
মহিউদ্দিন আল কাদেরী নামের এক ফেসবুক আইডি থেকে মন্তব্য এসেছে, ‘আগের যেই ২৬ মিনিটের ভিডিওটা করেছিলেন, আপনাদের অন্তরঙ্গ মুহূর্তের সেটা ফুল এইচডি ছিল না....................... পর্দা কইরা কোন লাভ হবে না।’
এই মন্তব্যের জবাবেই প্রভা লিখেছেন, ‘হালালভাবে জন্ম নিয়েও আপনি কুলাঙ্গার! কারণ আপনি একজন নিপীড়নের শিকার নারীকে উপহাস করছেন। যাকে বিশ্বাস করেছিলাম সেও আপনার মতো আরেকজন।’
প্রভার এই দাঁতভাঙা জবাব দেখে অনেকেই খুশি হয়েছেন, প্রশংসা করছেন।
এদিকে, আজ ফেসবুকে প্রভা নারীদের নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন। তাতে তিনি লিখেছেন, ‘তারা এমন সংগ্রামের মুখোমুখি হয় যা কেউ দেখে না। তারা নীরবে বোঝা বহন করে, প্রায়শই অন্যের সুখকে নিজের সুখের আগে রাখে। তারা প্রতিদিন ঘুম থেকে ওঠে, ক্লান্ত বা ভেঙে পড়ে, তবুও হাসিমুখে হাজির হয়। জীবন সহজ বলে নয়, বরং তাদের শক্তি উদ্বেগহীন থাকার কারণে আসে না, এটি সাহস থেকে আসে। এই নারীরা আমাদের স্থিতিস্থাপকতা শেখায়। তারা আমাদের শেখায় যে দুর্বলতা দুর্বলতা নয়। একটি শান্ত হৃদয় অসাধারণ শক্তি ধারণ করতে পারে। তারা একা লড়াই করে, তবুও কখনও তিক্ততাকে তাদের আলো চুরি করতে দেয় না। তারা স্বপ্ন দেখে, তারা পড়ে যায়, তারা উঠে আসে বারবার এবং তারা তা করে। সেখানে থাকা প্রতিটি নারীর জন্য যারা নীরবে কাঁদে কিন্তু বিশ্বকে তার ব্যথা দেখতে দিতে অস্বীকার করে। যারা অসম্ভব মনে হলেও এগিয়ে যায়- এটি তার চারপাশের সকলকে অনুপ্রাণিত করে। তাই এখানে সেই নারীদের কথা বলছি যারা ঝড়ের মধ্যেও হাসে। নারী প্রতিটি অর্থেই রাণী।’
প্রসঙ্গত, প্রভাকে আগের মতো অভিনয়ে নিয়মিত দেখা যায় না। অল্প বিস্তর দেখা যায় টিভি নাটকে। তবে আলোচিত কোন কাজে তাকে দেখা যায় না দীর্ঘদিন ধরে।
টিকে/