১৯ ই ফেব্রুয়ারি থেকে ২৩ শে ফেব্রুয়ারি দেশের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের প্রবল আশংকা রয়েছে। শক্তিশালী পশ্চিমা লঘুচাপ ও স্হভাগের উপরে অবস্থান করা একটি লঘুচাপে এই ভারতের পশ্চিমবঙ্গেও এই সম্ভাবনা দেখা যাচ্ছে।
আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ, তার ভেরিফাইড ফেসবুক পেইজে আগামী কিছু দিনের বৃষ্টিপাতের পূর্বাভাস নিয়ে নিয়মিত পোস্ট দিচ্ছেন। আবহাওয়া ডট কম ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা তিনি। মোস্তফা কামাল পলাশ কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ে পিএইচডি গবেষক।
অপেক্ষাকৃত বেশি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা নিম্নোক্ত জেলাগুলোর উপরে: যশোর, সাতক্ষীরা, খুলনা, ঝিনাইদহ, ফরিদপুর, মদারিপুর, গোপলাগন্জ, মাগুরা, রাজবাড়ী, মানিকগঞ্জ, মুন্সিগন্জ, বরগুনা, বরিশাল, পাবনা, সিরাজগঞ্জ, জামালপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট জেলার উপরে
এদিকে ২০ শে ফেব্রুয়ারি খুলনা ও বরিশাল বিভাগের কিছু জেলায়, ২১ শে ফেব্রুয়ারি খুলনা, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের বিভিন্ন জেলায়, ২২ শে ফেব্রুয়ারি: খুলনা, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।
২৩ শে ফেব্রুয়ারি: খুলনা, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া অধিদফতর আরও জানায়, তাপমাত্রা আগামী পাঁচ দিনে সামান্য পরিবর্তন হতে পারে।