এবার রাষ্ট্রপতিকে শহীদ মিনারে না যাওয়ার আহ্বান বিপ্লবী ছাত্র পরিষদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে গণঅবস্থান থেকে এ দাবি জানায় সংঠনটি। অভিযোগ চব্বিশের জুলাই-আগস্টে গণহত্যার সময় নীরবতা পালন করেছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু। তাই তাকে শহীদ মিনারে দেখতে চায় না সংগঠনটি।
রাষ্ট্রীয় রীতি অনুযায়ী প্রতিবছর একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে যান রাষ্ট্রপ্রধান। তবে, শেখ হাসিনার অবৈধ নির্বাচনের অবৈধ এমপিদের ভোটে সাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি হয়েছেন বলে দাবি বিপ্লবী ছাত্র পরিষদের। তাই, এবারের একুশে ফেব্রুয়ারির শ্রদ্ধা নিবেদনে তাকে দেখতে চান না তারা।
সংগঠনটির এক নেতা গণমাধ্যমকে বলেন, ‘জুলাই ও আগস্টে আমরা দুই হাজারের বেশি ভাই-বোনকে হারিয়েছি। কিন্তু পুরো ঘটনার সময় রাষ্ট্রপতি মো. সাহাবউদ্দিন চুপ করে ছিলেন। এছাড়া এটিও কারও অজানা নয় যে, তিনি শেখ হাসিনার অবৈধ নির্বাচনের অবৈধ এমপিদের ভোটে রাষ্ট্রপতি হয়েছেন।
তিনি আরও বলেন, শেখ হাসিনা পালিয়েছেন। সংসদ ভেঙে দেওয়া হয়েছে। এমপিরাও পালিয়ে গেছেন। অথচ রাষ্ট্রপতি হিসেবে তিনি এখনও বহাল আছেন। ছাত্রজনতার পক্ষ থেকে তার পদত্যাগের দাবি জানানো হলেও তিনি সরে যাননি। কিন্তু তাকে জনগণও মেনে নেয়নি।
এ সময় সংগঠনটির নেতা আবদুল ওয়াহেদ বলেন, আমাদের দাবি হলো, রাষ্ট্রপতি মো. সাহাবউদ্দিন জুলাই বিপ্লবের সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পা রাখবেন না। তিনি একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারেও যাবেন না। তবে, এ প্রসঙ্গে রাষ্ট্রের পক্ষ থেকে এখনও কোন সিদ্ধান্তের কথা জানা যায়নি।