সিলেটে এমসি কলেজে এক শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় নিজের অবস্থান জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সেক্রেটারি মো. মহিউদ্দিন খান।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন, কুয়েটের ঘটনার স্কেল তুলনামূলকভাবে এমসি কলেজের চেয়ে ভয়াবহ হলেও দুই ঘটনার পেছনের ইনটেনশন এক, এটা পরিষ্কার সবার সামনে।
তিনি আরো বলেন, ‘যে যত কঠোর সমালোচনাই করুক, শারীরিকভাবে কাউকে আঘাত করা যাবে না- এই স্ট্যান্ডার্ড আমি নিজে লালন করি, এমনকি আমার ক্যাম্পাসে আমাদের কোনো জনশক্তিও এমন ন্যক্কারজনক কাজে জড়িত হয়, আমার অবস্থান একই থাকবে। এমসি কলেজের ঘটনায় একই অবস্থান নিলাম।’
মহিউদ্দিন বলেন, ‘আমার সংগঠন ছাত্রশিবিরও যদি ক্যাম্পাসে আধিপত্যবাদের সংস্কৃতি ফিরিয়ে আনতে চায়, আমি এর বিরুদ্ধেও কথা বলব।’
সিলেটে এমসি কলেজে এক শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় বৈষম্যবিরোধীদের দাবি, ছাত্রশিবির হামলা করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। কুয়েটের পর এমসি কলেজে শিক্ষার্থীদের ওপর হামলায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন অনেকেই।