মাত্র ১২ হাজার টাকায় মিলবে মধ্য প্রাচ্যের বিমান টিকিট। বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতের শারজা ও আবুধাবিতে যাতায়াত করবে এই বিমান। ছাড় মুল্যে টিকিট বিক্রির এমন অনন্য উদ্যোগ নিয়েছে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকাভিত্তিক উড়োজাহাজ পরিবহন সংস্থা এয়ার অ্যারাবিয়া।
জানা গেছে, ছাড়মূল্যে ৫ লাখ আসনের টিকিট বিক্রি করবে বিমান পরিবহন সংস্থাটি। ‘সুপার সিট সেল’ নামে প্রতিষ্ঠানের প্রচারের একটি উদ্যোগের আওতায় এই সুযোগ পেতে যাচ্ছে বাংলাদেশের যাত্রীরা। এয়ার অ্যারাবিয়ার এই উদ্যোগে বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতের শারজা ও আবুধাবিতে বিরতিহীন ফ্লাইটে করে যাতায়াত করা সম্ভব হবে।
আমিরাতের শারজা ও আবুধাবি থেকে সৌদি আরব, তুরস্ক, জর্ডান, কাতার, পোল্যান্ড, গ্রিস, ইতালি, মিসর, আজারবাইজানসহ নানা গন্তব্যে যাত্রা অব্যাহত রাখতে পারবেন এই বিমানের যাত্রীরা। ওয়ান ওয়ে যাতায়াতের ক্ষেত্রে টিকিটের সর্বনিম্ন দাম পড়বে ১১ হাজার ৮৬৬ টাকা।
জানা গেছে, বিশেষ এই উদ্যোগের আওতায় ১৭ ফেব্রুয়ারি থেকে ১৭ মার্চ পর্যন্ত টিকিট বুক করা যাবে। ওই টিকিট দিয়ে যাত্রীরা চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের ২৮ মার্চ পর্যন্ত যাতায়াত করতে পারবেন। বাংলাদেশের চট্টগ্রাম ও ঢাকা থেকে শারজা ও আবুধাবিতে যাত্রীরা ১১ হাজার ৮৬৬ টাকায় যাতায়াতের সুযোগ পাবেন। সেখান থেকে অন্যান্য গন্তব্যে যাওয়ারও সুযোগ থাকছে। তথ্য সূত্র বলছে, বর্তমানে সারাবিশ্বে ২০০টিরও বেশি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে এয়ার অ্যারাবিয়া।