ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, “আমরা দায়িত্ব নিয়েছি ৬ মাস এবং দেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য আন্তরিকতার সঙ্গে কাজ করছে সরকার।”
শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে নাটোরের বাগাতিপাড়া উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ধর্ম উপদেষ্টা আরও বলেন, “সুশাসন নিশ্চিত করার জন্য সরকার সংস্কারে হাত দিয়েছে। কিছু সংস্কারের রিপোর্ট প্রাথমিকভাবে হাতে এসেছে এবং বাকিগুলোও আসবে। এই সংস্কারগুলো হয়ে গেলে আমরা আশাবাদী, আমরা সুশাসন প্রতিষ্ঠা করতে পারব।”
তিনি ২০১৮ সালের নির্বাচনের সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করে বলেন, “২০১৮ সালের নির্বাচনের সঙ্গে জড়িত জেলা প্রশাসকদের সরকার বাধ্যতামূলক অবসর দিয়েছে। একইভাবে, জড়িত পুলিশ সুপারদেরও ওএসডি করা বা বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রক্রিয়া চলমান।”
এ সময় উপস্থিত ছিলেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার আমজাদ হোসেন, বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হা-মীম তাবাসসুম প্রভা, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, ছাত্র প্রতিনিধিসহ ধর্মপ্রাণ মুসল্লিরা।