১৫ বছরে দলীয় বিবেচনায় ভুয়া মুক্তিযোদ্ধা বানানো হয়েছে : ফারুক-ই-আজম

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, ‌‘গত ১৫ বছরে দলীয় বিবেচনায় অনেক ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি করা হয়েছে, যেখানে কখনো কখনো খোদ মুক্তিযোদ্ধা কমান্ডাররাও জড়িত ছিলেন।’

শনিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল আতাউল গণি ওসমানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘এ অবস্থায় প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষায় সরকার যাচাই-বাছাই কার্যক্রম শুরু করেছে। মুক্তিযোদ্ধাদের তালিকা বিশুদ্ধকরণে কাজ চলছে, যাতে প্রকৃত মুক্তিযোদ্ধারা সম্মান হারিয়ে না ফেলেন।’

অনুষ্ঠানে বক্তারা জেনারেল ওসমানীর বীরত্বগাঁথা পাঠ্যপুস্তকে বিস্তারিতভাবে অন্তর্ভুক্ত করার দাবি জানান।

এ সময় ওসমানী স্মৃতি পরিষদ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে তার স্মৃতি সংরক্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবিও তোলে।

Share this news on: