শহীদ মিনার ভাঙার ভাইরাল ভিডিওর আদ্যোপান্ত

নতুন শহীদ মিনার তৈরী করায় পুরোনোটি ভেঙে ফেলা হয়। আর সেই ভেঙে ফেলার দৃশ্য টিকটকে ছাড়েন স্কুলের এক শিক্ষার্থী। তাতেই যতো কান্ড। সারাদেশে রব ওঠে শহীদ দিবসে শহীদদের শ্রদ্ধা না জানিয়ে ভেঙে ফেলা হচ্ছে শহীদ মিনার।

ভাষা দিবসে এমন দৃশ্য দাগ কেটেছে অনেকের মনেই। আবার অতি উৎসাহী হয়েও অনেকে মুখরোচক ক্যাপশনে শেয়ার করেছেন ভিডিওটি। তবে সবশেষে জানা গেলো শহীদ মিনার ভাঙার এ দৃশ্যটি একেবারেই বিভ্রান্তিকর তথ্য। নতুন শহীদ মিনার তৈরী হয়েছে তাই ভেঙে ফেলা হচ্ছিলো পুরোনো শহীদ মিনার। আর সেই ভাঙার দৃশ্যই নানা বাহারি ক্যাপশনে শেয়ার করেছেন অনেকে। মূলত এই ভিডিওটি ঝিনাইদহ সদর উপজেলার টিকারী বাজার মাধ্যমিক বিদ্যালয়ের।

মূল ঘটনা সম্পর্কে জানা যায়, টিকারী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও টিকারী বাজার মাধ্যমিক বিদ্যালয় দুটি শিক্ষাপ্রতিষ্ঠান একই সঙ্গে। মাধ্যমিক বিদ্যালয়ের সামনেই সুন্দর টাইলস করা একটি শহীদ মিনার। তার পাশেই কংক্রিটের স্তূপ, যেখানে পুরাতন শহীদ মিনার ছিল। মূলত বিদ্যালয়ের সামনে পাশাপাশি দুটি শহীদ মিনার ছিল। বিদ্যালয়ে খেলার মাঠ সংকট থাকায় পুরাতন শহীদ মিনারটি ভেঙে অপসারণ করা হয়েছে।

পুরাতন শহীদ মিনারটি ভাঙার সময় সাব্বির নামের এক শিক্ষার্থী এই ভিডিওটি ধারণ করেন। জানা যায়, গত ১২ ফেব্রুয়ারি বিদ্যালয়ের পুরাতন শহীদ মিনারটি অপসারণ করা হয়। এ সময় বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী মো. সাব্বির হোসেন ওই ভিডিওটি ধারণ করে তার টিকটক আইডিতে পোস্ট করে। পরবরতীতে সেই ভিডিও ডাউনলোড করে অপপ্রচার চালানো হয় বিভিন্ন ফেসবুক আইডি এবং পেইজ থেকে।

এ বিষয়ে ভিডিও ধারণ করা শিক্ষার্থী সাব্বির গণমাধ্যমকে বলেন, ভিডিওটি পোস্ট করা আমার ভুল হয়েছে। আমি বুঝতে পারিনি এটি এতো ভাইরাল হবে। টিকারী বাজার মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহায়ক মো. শিহাব হোসেন বলেন, বিদ্যালয়ে নতুন একটি শহীদ মিনার তৈরি করা হয়েছে। তার পাশেই পুরাতন শহীদ মিনার, যেটা জরাজীর্ণ ছিল। এছাড়া বিদ্যালয়ে খেলার মাঠ স্বল্পতা এবং পাশাপাশি দুটি শহীদ মিনার থাকার কারণে পুরাতন শহীদ মিনার ভাঙার সিদ্ধান্ত হয়। এ কারণে গত ১২ ফেব্রুয়ারি ওই শহীদ মিনার ভাঙা হয়।

Share this news on:

সর্বশেষ

img
শিল্পীদের বেঁচে থাকাটা কষ্ট হয়ে যাবে: ফারিয়া Feb 23, 2025
img
হেলিকপ্টার ছাড়া চলাফেরা করেন না তারা, হিসাব নেব সব কিছুর : দুদু Feb 23, 2025
img
ইলন মাস্ককে বাংলাদেশ সফর ও স্টারলিংক চালুর আমন্ত্রণ প্রধান উপদেষ্টার Feb 23, 2025
img
অভিনেতা আজাদ গুলিবিদ্ধ, আহত মা-স্ত্রী Feb 23, 2025
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যা বলছেন শিক্ষার্থীরা Feb 23, 2025
যমুনা থেকে ফিরে যা বললেন কুয়েটের শিক্ষার্থীরা Feb 23, 2025
প্রধান উপদেষ্টার বাসভবনে প্রবেশ করতে পারেনি কুয়েট শিক্ষার্থীরা Feb 23, 2025
যে দাবি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনে যাচ্ছে কুয়েটের শিক্ষার্থীরা Feb 23, 2025
শহীদ মিনারে অবস্থান করে কুয়েট শিক্ষার্থীরা যা বললেন। Feb 23, 2025
চট্টগ্রামের কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের সামনে বিক্ষোভ! Feb 23, 2025