জেলায় সোমবার রাতে জব্দ করা ৪০ লাখ টাকার অবৈধ জাল পোড়ানো হয়েছে ।
জেলার পাথরঘাটা উপজেলা পরিষদ ক্যাম্পাসে সোমবার রাত ৯টার দিকে মৎস্য বিভাগ. পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে ৪০ লাখ টাকা মূল্যের ফাঁস জাল, বেহুন্দি জাল ও চরগড়া জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা মো. মহসীন জানান, সোমবার দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত বিষখালীসহ পাথরঘাটার বিভিন্ন নদী এলাকায় পাথরঘাটা উপজেলা মৎস্য বিভাগ ও পুলিশের যৌথ অভিযানে প্রায় ৪০ লাখ টাকার মাছ শিকারে ব্যবহৃত অবৈধ জাল জব্দ করা হয়। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।