ছিনতাইকারীর আস্তানায় অভিযানে গিয়ে ছুরিকাহত দুই পুলিশ

চট্টগ্রামে ছিনতাইকারীদের ধরতে চালানো পুলিশের অভিযানে দুই সদস্য ছুরিকাহত হয়েছেন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর বারিক বিল্ডিং মোড়ে  ইটের দেয়ালঘেরা একটি খালি জায়গায় থাকা টিনশেড ঘরে এ ঘটনা ঘটে।

অভিযান চলাকালে ছিনতাইকারীরা পুলিশের ওপর হামলা চালায়, আহত দুজন পুলিশ সদস্য হলেন ডবলমুরিং থানার উপপরিদর্শক (এসআই) জামিল এবং নজরুল। আটক দুই ছিনতাই চক্রের সদস্য হলেন তারেক এবং জুয়েল। পুলিশ ঘটনাস্থল থেকে লুট হওয়া টাকা, ছিনতাই ও ডাকাতির সরঞ্জাম এবং দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।

পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর আসে বারিকবিল্ডিংয়ে পেশাদার ছিনতাইকারীদের আস্তানা রয়েছে। সেই খবরে ঘটনাস্থলে যান ডবলমুরিং থানার উপপরিদর্শক জামিল এবং নজরুল। সেখানে গিয়ে তারা স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে ঘটনার সত্যতা পান এবং ছিনতাই চক্রের অবস্থান শনাক্ত করতে সক্ষম হন। এরপর তারা ওই চক্রের সদস্যদের ধরতে অভিযান চালালেই ওই দুই পুলিশ সদস্যকে উপর্যুপরি ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা। এরপর ঘটনাস্থলে থানা পুলিশ এবং গোয়েন্দা পুলিশ গিয়ে দুইজনকে আটক করে এবং আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

ঘটনাস্থলে গিয়ে নগর পুলিশের পশ্চিম বিভাগের উপ-কমিশনার (ডিসি) হোসাইন মোহাম্মদ কবির ভুইয়া সাংবাদিকদের বলেন,‘মনির, মেহেদী, তারেক, জুয়েল, রাজু, ভান্ডারি এবং রবি এখানে বসে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। যেসব সরঞ্জাম নিয়ে তারা ডাকাতি করে সেগুলো তারা প্রস্তুত করছিল। তারা মূলত ছিনতাই-চুরিই করে। অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে অর্জিত টাকাগুলো তারা এখানে ভাগ-বাটোয়ারা করছিল। আমাদের ডবলমুরিং থানার টিম এখানে এসে দুইজনকে আটক করে। বাকি অন্যান্যরা আমাদের দুজন পুলিশ সদস্যকে গুরুতর আহত করে পালিয়ে যায়। তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।’

Share this news on:

সর্বশেষ

img
সিভিসি ফাইন্যান্সের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মৃত্যুবার্ষিকীতে শোকসভা ও দোয়া মাহফিল Feb 26, 2025
img
জয়শঙ্করকে যে জবাব দিলেন পররাষ্ট্র উপদেষ্টা Feb 25, 2025
img
ছিনতাইকারীর আস্তানায় অভিযানে গিয়ে ছুরিকাহত দুই পুলিশ Feb 25, 2025
নাহিদ ইসলামের দুই মন্ত্রণালয়ের দায়িত্ব নেবেন কে? Feb 25, 2025
দেশবাসীকে সতর্ক করলেন সেনাপ্রধান | টাইমস ফ্ল্যাশ | Feb 25, 2025
ভারতকে বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগে প্যাট কামিন্সের Feb 25, 2025
দুই স্ত্রী ও নতুন প্রেমিকা নিয়ে সুখে থাকলেও কেন আমির খানের মন খারাপ ? Feb 25, 2025
img
কেরানীগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নারী নিহত Feb 25, 2025
img
আফগানিস্তানে শিলাবৃষ্টিতে ২৯ জন নিহত Feb 25, 2025
img
‘হজ ম্যানেজমেন্ট সেন্টার’ চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার Feb 25, 2025