গাজীপুরে চালক হাবিবুর রহমানকে জবাই করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় এক কিশোরসহ দুজনকে গ্রেপ্তার করেছে পিবিআই। বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে নগরীর পূবাইল ও ঢাকার উত্তারায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—পূবাইলের মেঘুবি এলাকার পরশ আলীর ভাড়াটিয়া রবিন মিয়া (১৫) এবং উত্তরার তুরাগ থানার ১০ নম্বর সেক্টরের সিরাজ মার্কেট এলাকার লাইজু বেগমের ভাড়াটিয়া মিজানুর রহমান (৩১)।
পিবিআই গাজীপুরের পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ জানান, নিহত জামালপুরের মেলন্দহের হাবিবুর রহমান (৪২) গাজীপুর মহানগরীর পুবাইল থানার মেঘডুবি পশ্চিমপাড়া ভাড়া থেকে অটোরিকশা (মিশুক) চালাতেন।
গত ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় অটো নিয়ে বের হয়ে আর বাসায় ফিরেননি। পরদিন সকালে নগরীর ধীরাশ্রম রাহাপাড়া এলাকায় সড়কের পাশে তার জবাই করা মরদেহ পাওয়া যায়। সঙ্গে থাকা মোবাইল, টাকা অটোরিকশাটি পাওয়া যায়নি। এ ঘটনায় নিহতের ছোট ভাই জালাল উদ্দিন বাদি হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন।
পরবর্তীতে মামলা তদন্তের দায়িত্ব গাজীপুর পিবিআইকে দেওয়া হয়।
তিনি আরো জানান, প্রযুক্তি ব্যবহার এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার তাদের গাজীপুর মহানগর আদালতে পাঠানো হলে হাবিবুর রহমানকে হত্যা এবং অটোনিকশাটি ভাঙারির দোকানে বিক্রি করার কথা বিচারকের কাছে স্বীকার করেছেন।