ময়মনসিংহের গফরগাঁওয়ে পারিবারিক কলহের জেরে মার্জিয়া আক্তার (৩০) নামে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তিনি কুর্শ্বাপুর গ্রামের নাজমুল আলমের স্ত্রী।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার যশরা ইউনিয়নের কুর্শ্বাপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার যশরা ইউনিয়নের সান্দিয়াইন গ্রামের মোহাম্মদ আলী মিয়ার মেয়ে মার্জিয়া আক্তারের সঙ্গে ২০১৫ সালে বিয়ে হয় একই ইউনিয়নের কুর্শ্বাপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে নাজমুল আলমের। এই দম্পতির ঘরে তিন সন্তান রয়েছে। ২০২০ সালে নাজমুলের মাথায় সমস্যা দেখা দেয়। এর পর থেকেই এই দম্পতির মধ্যে পারিবারিক কলহ দেখা দেয়।
গত বৃহস্পতিবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে আবারও বাক-বিতণ্ডা শুরু হয়। এতে ক্ষিপ্ত হয়ে নাজমুল তার স্ত্রী মার্জিয়া আক্তারকে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যান। এ ঘটনা জানার পর পরিবারের লোকজন বিষয়টি গফরগাঁও থানা পুলিশকে জানায়। পুলিশ আজ শুক্রবার দুপুরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে।
গফরগাঁও থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ওসি তদন্তের নেতৃত্বে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’