রাজধানীর পল্লবী থানা এলাকায় একটি নির্মাণাধীন ভবনের পাশ থেকে চায়নিজ রাইফেলের ৩০০ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিএমপি জানায়, শুক্রবার রাতে মিরপুর-১১ নম্বরের ই-ব্লকের বাউনিয়া বেড়িবাঁধ রোডের একটি ১৪ তলা নির্মাণাধীন ভবনের পাশে, পল্লবী টাওয়ারের টিনের বেড়ার পাশে বালুর স্তূপের ওপর পরিত্যক্ত অবস্থায় এসব গুলি পাওয়া যায়।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিপুল সংখ্যক চায়নিজ রাইফেলের গুলি উদ্ধার করে। তবে কারা বা কী উদ্দেশ্যে এসব গুলি সেখানে রেখেছিল, তা এখনও জানা যায়নি। এ ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে পল্লবী থানা পুলিশ।