বাংলাদেশী জাতীয় পরিচয়পত্র তৈরির উদ্দেশে কক্সবাজারের উখিয়া থানার বাবুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে যশোর যাওয়ার পথে মাগুরা থেকে ৬ রোহিঙ্গাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শ্রীপুর উপজেলার ওয়াপদা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। শনিবার (১ মার্চ) মাগুরা জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে পুলিশ সুপার মিনা মাহমুদা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
আটকরা হলেন- সানাউল্লাহ, আইয়ুব, রাজিদা, হারেজ, আরজ এবং এরফান। তারা কক্সবাজারের উখিয়া উপজেলার বিভিন্ন ক্যাম্পের শরণার্থী বলে পুলিশ জানিয়েছে।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দিবগত রাতে মাগুরা-ফরিদপুর সড়কের ওয়াপদা বাজার এলাকায় পরিবহন তল্লাশিকালে ওই ৬ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে রোহিঙ্গা নাগরিক সানাউল্লাহ কক্সবাজারের বালুখালীর শরণার্থী।
মাগুরা জেলা গোয়েন্দা পুলিশের ওসি অসিত কুমার রায় বলেন, আইনি প্রক্রিয়া শেষে ৬ রোহিঙ্গাকে নিজ নিজ ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়েছে।