ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে মহাখালী ফ্লাইওভারের বিমে আটকে পড়া বিড়াল উদ্ধার করা হয়েছে। শনিবার সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) বিড়ালটি উদ্ধারের চেষ্টা চালায়। পরে স্বেচ্ছাসেবক আরিজ উল মুলক ও তার দল বিশেষ খাঁচার মাধ্যমে ভোর সাড়ে ৫টায় বিড়ালটিকে নিরাপদে উদ্ধার করে।
রোববার (২ মার্চ) ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসেইন এই তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, বিড়ালটি আটকে পড়ার খবরটি ফেসবুকে ছড়িয়ে পড়লে রাতে আরিজ উল মুলকের নেতৃত্বে উদ্ধারকাজে যোগ দেন চারজন স্বেচ্ছাসেবী। সন্ধ্যা থেকে ডিএনসিসির দুটি লেডারের সাহায্যে উদ্ধার চেষ্টার পর রাত ১০টায় স্বেচ্ছাসেবক আরিজ উল মুলক বিড়ালটি ধরতে একটি বিশেষ ধরনের খাঁচা (ফাঁদ) নিয়ে আসেন। বিড়ালটিকে নিরাপদে উদ্ধার করতে বিমের ওপরে ফাঁদের (খাঁচা) মধ্যে খাবার দিয়ে রেখে যান। পরে রবিবার ভোর সাড়ে ৫টায় এসে খাঁচার মধ্যে বিড়ালটি পান ও নিরাপদে উদ্ধার করতে সক্ষম হন।
ডিএনসিসির কর্মীরা স্বেচ্ছাসেবীদের সাথে যোগাযোগ করলে তারা জানান, বিড়ালটিকে উদ্ধারের পরে বারিধারায় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং মোহাম্মদপুরের একজন স্বেচ্ছাসেবক বিড়ালটি লালন পালনের জন্য নিয়ে গেছেন। বিড়ালটি এখন পুরোপুরি সুস্থ আছে বলে জানিয়েছেন আরিজ উল মুলক।
স্বেচ্ছাসেবকদের ভূমিকার প্রশংসা করে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ‘এটি নিঃসন্দেহে মহৎ উদ্যোগ।’ গুলশান নগর ভবনে ডেকে তিনি উদ্ধারকারী দলকে ধন্যবাদ জানান।