চট্টগ্রামের শাহ আমানত মাজার সংলগ্ন এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন।
রোববার (২ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা ছিনতাইকারীকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায় , লালদিঘী মোড় থেকে এক ছিনতাইকারীকে ধাওয়া করছিল স্থানীয়রা। এক পর্যায়ে এক যুবক ছিনতাইকারীকে থামানোর চেষ্টা করেন। কিন্তু তখন ছিনতাইকারী তাকে ছুরিকাঘাত করে। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়।
এ ঘটনায় উত্তেজিত জনতা ছিনতাইকারীকে ধরে গণধোলাই দেয়। পরে পুলিশ এসে তাকে আটক করে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করে।
কোতোয়ালি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জিয়াউর রহমান বলেন, "রাত সাড়ে ১২টার দিকে খবর পাই, ছিনতাইকারীকে ধরতে গিয়ে এক যুবক ছুরিকাহত হয়েছেন। ঘটনাস্থলে এসে দেখি, জনগণের পিটুনিতে ছিনতাইকারী আহত হয়েছে। আমরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করি এবং তার কাছ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে। পরে চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।"
নিহত যুবক এবং আটক ছিনতাইকারীর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।