র্যাবের দায়ের করা মাদক মামলায় খালাস পেয়েছেন চিকিৎসক ইশরাত রফিক ঈশিতা।
সোমবার (৩ মার্চ) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ এর বিচারক এ রায় দেন।
২০২১ সালের ১ আগস্ট মিরপুর থেকে ঈশিতাকে গ্রেফতার করে র্যাব। তার বিরুদ্ধে ভুয়া চিকিৎসক পরিচয়, মাদক ব্যবসা ও সার্টিফিকেট জালিয়াতির অভিযোগে শাহআলী থানায় তিনটি মামলা হয়।
এর আগে বাকি দুই মামলাতেও তিনি খালাস পান।
রায়ে সন্তুষ্টি প্রকাশ করে ঈশিতা বলেছেন, মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি করা হয়েছে।