দক্ষিণী সিনেমায় নতুন চমক নিয়ে গুঞ্জন তুঙ্গে। প্রযোজক দিল রাজু যখন আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিলেন যে আল্লু অর্জুন ও প্রশান্ত নীলকে নিয়ে তৈরি হবে ‘রাবণম’, তখন থেকেই ভক্তদের কৌতূহল আকাশ ছুঁয়েছে। তবে সবচেয়ে আলোচনার বিষয়—এই সিনেমা কি সত্যিই রাবণের পুনর্জন্মের গল্প বলবে?
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে এক আকর্ষণীয় ধারণা। সিনেমাপ্রেমী মোহাম্মদ ইহসান এক্স-এ লিখেছেন, ‘রাবণম’ দেখাবে রামায়ণের রাবণ মৃত্যুর পর তাঁর আত্মা নতুন এক সমান্তরাল জগতে পুনর্জন্ম পেয়ে যায়। সেখানে সে রূপ নেয় এক ভয়ঙ্কর, ক্ষমতালোভী আন্ডারওয়ার্ল্ড গ্যাংস্টারে। অন্ধকারে ছায়ার মতো তার শাসন, নৃশংসতার রাজত্ব—সব মিলিয়ে এক আধুনিক রূপকথার মতো গল্প।
যদি এই গুঞ্জন সত্যি হয়, তবে সিনেমাটি হবে প্রশান্ত নীলের স্বতন্ত্র ঢঙের এক অনন্য সংযোজন। তাঁর আগের কাজগুলোয় যেমন কঠিন বাস্তবতা, শক্তিশালী চরিত্র আর পৌরাণিক রেফারেন্সের মিশেল দেখা গেছে, তেমনই হতে পারে এ সিনেমার চিত্রনাট্যও। এমন এক রূপকথা যেখানে পুনর্জন্ম আর গ্যাংস্টার রাজনীতির মধ্যে দেখা যাবে নৈতিক টানাপোড়েন আর ক্ষমতার লোভ।
তবে নির্মাতারা এখনো এই প্লটের কোনো নিশ্চয়তা দেননি। দিল রাজু কেবল বলেছেন, ‘‘রাবণম বানাচ্ছি আল্লু অর্জুন ও প্রশান্ত নীলকে নিয়ে। তবে দুজনেই এখন অন্য ছবির কাজে ব্যস্ত।’’
আল্লু অর্জুন এখন অ্যাটলির পরিচালনায় ‘‘এএ২২’’ শেষ করার অপেক্ষায়। অন্যদিকে প্রশান্ত নীলের হাতে রয়েছে জুনিয়র এনটিআর-এর সঙ্গে ‘‘ড্রাগন’’ শিরোনামের কাজ। এই দুটি প্রকল্প শেষ হলেই ‘‘রাবণম’’-এর শুটিং শুরু হবে বলে শোনা যাচ্ছে।
এর আগে শোনা গিয়েছিল ‘রাবণম’-এ প্রভাস অভিনয় করবেন। কিন্তু সেই পরিকল্পনা আলোর মুখ দেখেনি। আল্লু অর্জুনের আগমনেই নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। ভক্তদের আগ্রহ—তিনি কি এবার এক জটিল, অন্ধকারাচ্ছন্ন, কিন্তু রক্তমাংসের অ্যান্টি-হিরো রাবণ চরিত্রে ধরা দেবেন?
যদিও সবটাই গুঞ্জন, কিন্তু ধারণাটাই যথেষ্ট রোমাঞ্চকর। সত্যি হলে এটি হতে পারে ভারতীয় পুরাণকে এক সাহসী, আধুনিক ভাষ্যে রূপ দেওয়ার সবচেয়ে উল্লেখযোগ্য প্রয়াস। দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির ‘মিথিকাল মাফিয়া’ ধাঁচের এই ফিউশন একেবারেই নতুন ধারার সিনেমা উপহার দিতে পারে দর্শককে।
এফপি/ টিকে