লাফিয়ে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম। ভরিতে বাড়ানো হয়েছে সাড়ে ৩ হাজার টাকা। গত মাসে ৩ দফা কমান হলেও আবারও তা বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। এতে ২২ ক্যারেটের এক ভরি সোনা কিনতে গুনতে হবে দের লাখ টাকা।
বাজুসের ঘোষণা অনুযায়ী, বুধবার থেকে প্রতি ভরি ২২ ক্যারেট মানের সোনা ১ লাখ ৫১ হাজার ৯০০ টাকা, ২১ ক্যারেট সোনা ১ লাখ ৪৪ হাজার ৯৯৫ টাকা, ১৮ ক্যারেট সোনা ১ লাখ ২৪ হাজার ২৮০ টাকায় বিক্রি হবে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ২ হাজার ৩৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
তবে, সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত আছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটে প্রতি ভরি রুপার দাম দুই হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের দাম ২১১১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৫৮৬ টাকা।
এর আগে গত ২৪ ও ২৮ ফেব্রুয়ারি এবং ১ মার্চ টানা তিন দফা কমানো হয় সোনার দাম। সবশেষ ১ মার্চ সোনার দাম ভরিপ্রতি সর্বোচ্চ ২ হাজার ৬২৪ টাকা কমানো হয়েছিল। তাতে ভালো মানের সোনার ভরির দাম কমে দাঁড়ায় ১ লাখ ৪৮ হাজার ৩৪৩ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেট ১ লাখ ৪১ হাজার ৬০১ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ২১ হাজার ৩৭৬ টাকা নির্ধারণ করা হয়।
এসএম/টিএ