ফরিদপুরের আলফাডাঙ্গা থানায় দায়ের করা একটি রাজনৈতিক মামলায় সিকদার লিটন (৪৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গতকাল দুপুর ২টার দিকে ডিবি পুলিশের একটি দল ফরিদপুর শহর থেকে তাকে গ্রেফতার করে।
সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শৈলেন চাকমা বলেন, সিকদার লিটনকে আলফাডাঙ্গা থানায় দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আলফাডাঙ্গা পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।
সিকদার লিটন টগরবন্দ ইউনিয়নের আজিমপুর গ্রামের বাসিন্দা। তিনি ঢাকা মহানগর আওয়ামী লীগের ২৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ গণমাধ্যমকে বলেন, অসংখ্য মামলার আসামি সিকদার লিটন। তার নামে আলফাডাঙ্গা থানায় একটি রাজনৈতিক, তিনটি চাঁদাবাজি, দুটি মারামারির মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে চারটি সাধারণ ডায়েরি (জিডি) রয়েছে।
ওসি হারুন অর রশিদ আরও বলেন, সিকদার লিটন বর্তমানে থানায় পুলিশের হেফাজতে রয়েছেন। আজ সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়।
টিএ/