ধীরে ধীরে ঋণগ্রস্ত জাতিতে পরিণত হচ্ছে বাংলাদেশ। বাড়ছে বিদেশি সহায়তার ওপর নির্ভরশীলতা। এমন শঙ্কা খবর জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আবদুর রহমান খান। দেশের উন্নয়নে রাজস্ব বাড়ানোর কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।
এনবিআর চেয়ারম্যান বলেন, একেক জনের জন্য একেক রকম নিয়ম নয়। বরং সকলের জন্য একই নিয়মে ভ্যাট প্রদান ব্যবস্থা পুনর্গঠন করা হবে। বিশ্বমানের সঙ্গে তুলনা করলে বাংলাদেশের রাজস্ব আদায় এখনো অনেক কম। ফলে দেশের উন্নয়নে রাজস্ব বাড়ানোর কোনো বিকল্প নেই বলে মত তার।
বরিশালে আয়োজিত এক সভায় ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন তিনি। জাতীয় রাজস্ব বোর্ড ও বরিশাল চেম্বার অব কমার্সের যৌথ এ সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি। করদাতাদের সুবিধার্থে অনলাইনে রিটার্ন জমার প্রক্রিয়া আরও সহজ করার কোথাও জানান এনবিআর চেয়ারম্যান। পাশাপাশি, আয়কর বিভাগের কোনো কর্মকর্তা-কর্মচারী দুর্নীতির আশ্রয় নিলে অনলাইনে অভিযোগ করারও আহ্বান জানান তিনি।
এ প্রসঙ্গে তার মতামত, কমাতে হবে বিদেশী সহায়তার উপর নির্ভরতা। পাশাপাশি রাজস্ব বাড়ানোর উপরও জোর দেয়ার ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন তিনি।